চীনে সবার আগে মুক্তি পেয়েছিল, আর এখন গ্লোবাল মার্কেটে লঞ্চ হল সেই আশ্চর্য স্মার্টফোন। আমরা কথা বলছি Huawei Mate XT সম্পর্কে। এটি দুনিয়ার প্রথম ট্রাই-ফোল্ড ফোন যা তিনবার ভাঁজ করা যায়। বর্তমান ফোল্ডেবল ফোনগুলির থেকেও অত্যাধুনিক এটি। গত বছর সেপ্টেম্বরে প্রথম চাইনিজ মার্কেটে পা রেখেছিল। ট্রিপল-ফোল্ড ডিজাইনের এই ডিভাইসে ১০.২ ইঞ্চি পর্যন্ত 3K রেজোলিউশনের ওলেড ডিসপ্লে পাওয়া যাবে।
হুয়াওয়ে মেট এক্সটি-র ৬.৪ ইঞ্চি কভার ডিসপ্লের রেজোলিউশন ২২৩২ × ১০০৮ পিক্সেল, ৭.৯ ইঞ্চি ডুয়াল স্ক্রিনের রেজোলিউশন ২২৩২ × ২০৪৮ পিক্সেল এবং সমস্থ ভাঁজ খুললে যে ১০.২ ইঞ্চির স্ক্রিন পাওয়া যাবে তার রেজোলিউশন ২২৩২ × ৩১৮৪ পিক্সেল। স্ক্রিনটি ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ১৪৪ হার্টজ উচ্চ ফ্রিকোয়েন্সি পিডব্লিউএম ডিমিং এবং ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট অফার করে। এটি ১৬ জিবি র্যাম এবং ১ টেরাবাইট স্টোরেজের সিঙ্গেল ভেরিয়েন্টে পাওয়া যাবে।
হুয়াওয়ের ট্রাই-ফোল্ডিং ফোনে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সহ একটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স এবং ১২ মেগাপিক্সেল ৫.৫x পেরিস্কোপ টেলিফটো লেন্স রয়েছে। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য ফ্রন্টে একটি ৮ মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান। ফোনটির ৫,৬০০ এমএএইচ ব্যাটারি ৬৬ ওয়াট ফাস্ট ওয়্যার্ড চার্জিং ও ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সমর্থন করে।
ইউরোপে হুয়াওয়ে মেট এক্সটি-এর দাম ৩,৪৯৯ ইউরো। এটি ভারতীয় মুদ্রায় প্রায় ৩,১৭,৯০০ টাকা। অন্যদিকে, মালয়েশিয়াতে ফোনটির দাম ১৪,৯৯৯ আরএম (প্রায় ২,৯৩,৫০০ টাকা)। প্রতিটি মডেল ১৬ জিবি র্যাম ও ১ টেরাবাইট স্টোরেজ অফার করে। এটি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাশাহী, মেক্সিকো, ও ফিলিপাইন সহ বিভিন্ন দেশে পাওয়া যাবে। তবে ভারতে কবে লঞ্চ হবে সে সম্পর্কে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.