হুয়াওয়ে সম্প্রতি লঞ্চ করল তাদের প্রিমিয়াম স্মার্টফোন সিরিজ Huawei Pura 80 এবং নতুন ট্যাবলেট MatePad 11.5 (2025)। ডিভাইসগুলি প্রিমিয়াম রেঞ্জে এসেছে। মূলত যারা ফ্ল্যাগশিপ ক্যামেরা, ফিনিশিং আর পারফরম্যান্সের সাথে আপস করেন না, তাদের জন্য এই ট্যাবলেট ও ফোনগুলি আনা হয়েছে। Huawei Pura 80 সিরিজে প্রথমবার পাওয়া যাবে ১-ইঞ্চি প্রাইমারি ক্যামেরা সেন্সর। আর MatePad 11.5 (2025) দুটি আকর্ষণীয় কালার অপশনে পাওয়া যাবে।
হুয়াওয়ে পুরা ৮০ সিরিজে থাকছে তিনটি মডেল – Pura 80, Pura 80 Pro, আর সবচেয়ে প্রিমিয়াম Pura 80 Ultra। এখানে প্রো আর আল্ট্রা মডেল দুটোতে রয়েছে ১-ইঞ্চি প্রাইমারি ক্যামেরা সেন্সর, যা প্রফেশনাল ফটোগ্রাফির অভিজ্ঞতা দেবে বলে কোম্পানি দাবি করেছে।
হুয়াওয়ে পুরা ৮০ বাজারে আসবে তিনটি কালার অপশনে – গ্ল্যাজেড রেড, গ্ল্যাজেড হোয়াইট, আর গ্ল্যাজেড ব্ল্যাক। এই ফোনের ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১,০৯৯ ইউরো (প্রায় ১,১০,২০০ টাকা)।
দাম ও কনফিগারেশনের দিক থেকে সবচেয়ে উপরে পুরা ৮০ আল্ট্রা। এর একমাত্র ভ্যারিয়েন্ট ১৬ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ১,৪৯৯ ইউরো (প্রায় ১,৫০,০০০ টাকা)। কালার অপশন হিসেবে আছে, প্রেস্টিজ গোল্ড ও গোল্ডেন ব্ল্যাক।
তবে এখনও পর্যন্ত পুরা ৮০ এর বেসিক মডেলের দাম ঘোষণা করেনি হুয়াওয়ে। অনুমান করা হচ্ছে, ডিভাইসটির বিক্রির সময়ই সেই তথ্য জানানো হবে।
এবার আসা যাক ট্যাবলেটের প্রসঙ্গে। হুয়াওয়ে মেটপ্যাড ১১.৫ (২০২৫) দুটি কালার অপশনে বাজারে এসেছে – ভায়োলেট এবং স্পেস গ্রে। এর প্রাথমিক ভ্যারিয়েন্টে রয়েছে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, যার দাম ২৮৯ ইউরো (প্রায় ২৯,০০০ টাকা)। আর যারা প্রিমিয়াম সুবিধা চান তাদের জন্য রয়েছে PaperMatte Edition, যেখানে পাওয়া যাবে ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ, সঙ্গে একটি কীবোর্ড। এর দাম ৪২৯ ইউরো, অর্থাৎ প্রায় ৪৩,০০০ টাকার সমান।
এই ডিভাইসগুলি শুরুতে ইউরোপে পাওয়া যাবে, এরপর ধীরে ধীরে এশিয়া ও আফ্রিকার নির্দিষ্ট কিছু দেশে বিক্রির জন্য উপলব্ধ হবে। নতুন এই ফোন ও ট্যাবলেট বাজারে এনে হুয়াওয়ে যে ২০২৫ সালে তাদের পুরনো ফর্মে ফিরতে চাইছে তাতে কোনো সন্দেহ নেই।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.