রবিবারের মহারণ ভারত বনাম নিউজিল্যান্ড। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির অন্যতম বড় ম্যাচে আজ মাঠে নামছে দুই দল। একদিকে ভারত যারা প্রথম দুই ম্যাচে বাংলাদেশ ও পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে পৌঁছে গিয়েছে, অন্যদিকে, নিউজিল্যান্ডও ইতিমধ্যেই দুই ম্যাচ জিতে সেমিফাইনালে জায়গা পাকা করে নিয়েছে। ফলে আজকের ম্যাচ নিয়ে তেমন গুরুত্ব নেই দুই দলের খেলোয়াড়দের কাছে।
ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচ কখন কোথায় দেখবেন? যারা মোবাইলে দেখবেন ভাবছেন তাদের কোন অ্যাপে যেতে হবে? সব তথ্য রইল এই প্রতিবেদনে।
২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি : ভারত বনাম নিউজিল্যান্ড – কখন শুরু, কোন ভেন্যুতে হচ্ছে এই ম্যাচ
ভারত বনাম নিউজিল্যান্ড : আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর ম্যাচটি ২ মার্চ রবিবার অনুষ্ঠিত হবে। ম্যাচটি দুবাইয়ের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা হবে। টস শুরু হবে ভারতীয় সময় ২ টো থেকে, আর ম্যাচ শুরু হবে ভারতী সময় ২.৩০ থেকে।
২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি : ভারত বনাম নিউজিল্যান্ড – টিভিতে কোথায় দেখবেন?
ভারত বনাম নিউজিল্যান্ড : আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর এই ম্যাচটি ভারতে স্টার স্পোর্টস নেটওয়ার্ক এবং স্পোর্টস১৮ নেটওয়ার্কে সরাসরি সম্প্রচারিত করা হবে।
২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি : ভারত বনাম নিউজিল্যান্ড – মোবাইলে কোথায় দেখবেন?
ভারত বনাম নিউজিল্যান্ড : আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর এই ম্যাচটি মোবাইলে লাইভ স্ট্রিম করার জন্য যেতে হবে JioHotstar অ্যাপ এবং ওয়েবসাইটে।
২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি : ভারত বনাম নিউজিল্যান্ড – টিমলিস্ট
ভারত : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, কুলদীপ যাদব, মহম্মদ শামি, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং, ঋষভ পন্থ, ওয়াশিংটন সুন্দর।
নিউজিল্যান্ড : উইল ইয়ং, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, রচিন রাবিন্দ্র, টম লেথাম (উইকেটকিপার), গ্লেন ফ্লিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), ম্যাট হেনরি, কাইল জেমিসন, উইলিয়াম ও’রোউরকি।