Infinix GT 30 Pro লঞ্চ হল, ২৫ হাজার টাকার বাজেটে দুর্দান্ত ফিচার, রয়েছে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা

ইনফিনিক্স আজ মালয়েশিয়ায় GT সিরিজের লেটেস্ট স্মার্টফোন Infinix GT 30 Pro লঞ্চ করেছে। এর দাম শুরু হয়েছে প্রায় ২৫,০০০ টাকা থেকে। এই ফোনের বিশেষ বিশেষ ফিচারের মধ্যে আছে ১.৫কে রেজোলিউশনের অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০ প্রসেসর, ১২ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‌্যাম, ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও ৫৫০০ এমএএইচ ব্যাটারি। আসুন এর সম্পূর্ণ স্পেসিফিকেশন ও দাম জেনে নেওয়া যাক।

Infinix GT 30 Pro এর স্পেসিফিকেশন ও ফিচার

ইনফিনিক্স জিটি ৩০ প্রো এর সামনে দেখা যাবে ৬.৭৮ ইঞ্চি ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, যা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, ২১৬০ হার্টজ ইনস্ট্যান্ট টাচ স্যাম্পলিং ও ১১০০ নিট পর্যন্ত পিক ব্রাইটনেস সাপোর্ট করে। চোখের সুরক্ষার জন্য TÜV Rheinland দ্বারা সার্টিফাই লো ব্লু লাইট প্রোটেকশন উপস্থিত। ডিসপ্লের সুরক্ষার জন্য দেওয়া হয়েছে গরিলা গ্লাস ৭ আই।

পারফরম্যান্সের জন্য ইনফিনিক্স জিটি ৩০ প্রো স্মার্টফোনে মিডিয়াটেকের ডাইমেনসিটি ৮৩৫০ আল্টিমেট প্রসেসর ব্যবহার করা হয়েছে, যার সাথে ১২ জিবি LPDDR5X র‍্যাম এবং UFS 3.1 স্টোরেজের সঙ্গে যুক্ত আছে। পাশাপাশি ১২ জিবি ভার্চুয়াল র‍্যাম সাপোর্ট করবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৫ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং ৩০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। এছাড়া, ১০ ওয়াট ওয়্যার্ড ও ৫ ওয়াট ওয়্যারলেস রিভার্স চার্জিং সাপোর্ট করবে।

ফটোগ্রাফির জন্য Infinix GT 30 Pro স্মার্টফোনে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স বর্তমান। সামনে ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক এক্সওএস ১৫ কাস্টম স্কিনে চলে।

Infinix GT 30 Pro এর গেমিং মাস্টার এডিশন

ইনফিনিক্স জিটি ৩০ প্রো এর গেমিং মাস্টার এডিশনও লঞ্চ করা হয়েছে। এতে ম্যাগচার্জ কুলার ও ম্যাগকেস দেওয়া হয়েছে। ম্যাগচার্জ কুলার একটি ম্যাগনেটিক্যালি সংযুক্ত অ্যাক্টিভ ফ্যান যা স্মার্ট ভোল্টেজ রেগুলেশন সহ ফোনকে ঠান্ডা রাখে। এতে ড্রেকো মোড উপস্থিত, যা একই সাথে ওয়্যারলেস চার্জিং ও কুলিংকে সক্ষম করে। ম্যাগকেস গরম ছড়িয়ে দেওয়ার জন্য বিশেষ উপাদান দিয়ে তৈরি এবং ম্যাগনেটিক গেমিং অ্যাক্সেসরিজের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ।

Infinix GT 30 Pro এর দাম ও উপলব্ধতা

ইনফিনিক্স জিটি ৩০ প্রো ব্লেড হোয়াইট, শ্যাডো অ্যাশ এবং ডার্ক ফ্লেয়ার (গেমিং মাস্টার এডিশনের জন্য এক্সক্লুসিভ) রঙে এসেছে। এটি ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ। মালয়েশিয়ায় এর ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম প্রায় ২৬,০০০ টাকা এবং ১২ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ মডেলের দাম প্রায় ৩০,০০০ টাকা।