গত ৯ সেপ্টেম্বর Apple iPhone 17 সিরিজ লঞ্চ হয়েছে। এই স্মার্টফোন সিরিজের পাশাপাশি Apple Watch Series 11 এবং Airpods Pro (3rd Genaration) এথ মতো প্রোডাক্টের ওটর থেকেও লঞ্চ ইভেন্টে পর্দা সরানো হয়েছে। এরপর ১২ সেপ্টেম্বর থেকে এই নতুন প্রোডাক্টগুলি প্রি-অর্ডারের জন্য উপলব্ধ ছিল। আর আজ ১৯ সেপ্টেম্বর থেকে নতুন iPhone, Apple Watch এবং Airpods মডেলগুলির বিক্রি শুরু হচ্ছে। চলুন ভারতের বাজারে নয়া অ্যাপল প্রোডাক্টগুলির দাম ও উপলব্ধতা সর্ম্পকে জেনে নেওয়া যাক।
মার্কিন প্রযুক্তি সংস্থাটির লেটেস্ট ডিভাইসগুলি আজ থেকে অ্যাপল ইন্ডিয়ার ওয়েবসাইট, অ্যাপল স্টোর অ্যাপ, বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্ম এবং অফলাইন রিটেইলারদের কাছ থেকে কেনা যাবে। এছাড়া বেঙ্গালুরু, দিল্লি, মুম্বাই এবং পুনেতে অবস্থিত অ্যাপলের অফিসিয়াল স্টোর থেকে এগুলি অর্ডার করা যাবে। সকাল ৮টা থেকে এই সেল শুরু হবে।
আজ থেকে বিক্রি শুরু হওয়া প্রোডাক্টগুলি হল- iPhone 17 সিরিজ, iPhone Air, Apple Watch Series 11, Apple Watch Ultra 3, Apple Watch SE 3 ও AirPods Pro (তৃতীয় প্রজন্ম)।
iPhone 17 সিরিজ, iPhone Air: ভারতে ২৫৬ জিবি স্টোরেজ সহ iPhone 17 এর বেস মডেলের দাম ৮২,৯০০ টাকা রাখা হয়েছে। আর iPhone Air এর একই স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ১,১৯,৯০০ টাকা। এদিকে, iPhone 17 Pro এবং iPhone 17 Pro Max মডেলের ২৫৬ জিবি স্টোরেজ অপশনের দাম যথাক্রমে ১,৩৪,৯০০ টাকা এবং ১,৪৯,৯০০ টাকা রাখা হয়েছে।
Apple Watch: Apple Watch Series 11 এর দাম শুরু হচ্ছে ৮,৯০০ টাকা থেকে। ৪২ মিলিমিটার অ্যালুমিনিয়াম জিপিএস মডেলের মূল্য ৪৬,৯০০ টাকা। Watch SE 3 মডেলটির দাম ২৫,৯৯০ টাকা এবং জিপিএস-অনলি অ্যালুমিনিয়াম কেস সহ ৪০ মিমি ভ্যারিয়েন্টটি কেনা যাবে ৮৯,৯০০ টাকায়।
Apple Airpods Pro: Airpods Pro (Third Generation) এর দাম ২৫,৯০০ টাকা।
অ্যাপলের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এই ডিভাইসগুলি কেনার সময়, ক্রেতারা আমেরিকান এক্সপ্রেস, অ্যাক্সিস ব্যাঙ্ক এবং আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ড দিয়ে পেমেন্ট করলে ৫,০০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। এছাড়া, যারা একসাথে পুরো অর্থ দিয়ে কিনতে চান না, তাদের জন্য নো-কস্ট ইএমআই এর অপশনও রয়েছে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.