সুমন পাত্র, কলকাতা: সাম্প্রতিক সময়ে লঞ্চ হওয়া প্রায় প্রতিটি চাইনিজ স্মার্টফোনেই ৬,০০০ এমএএইচ বা তার বেশি ক্ষমতার ব্যাটারি থাকতে দেখা যাচ্ছে। অত্যাধুনিক রসায়ন ব্যবহারের ফলে কম জায়গাতেই বেশি ক্যাপাসিটির ব্যাটারি ফিট হয়ে যাচ্ছে, ফলে চার্জ থাকছে দীর্ঘক্ষণ। একধাপ এগিয়ে এবার ভিভোর সাব-ব্র্যান্ড আইকিউ ভারতে ৭,৩০০ এমএএইচ ব্যাটারির একটি নতুন স্মার্টফোন লঞ্চের ঘোষণা করল।
ভারতের সর্ববৃহৎ ব্যাটারির স্মার্টফোন
iQOO Z10 5G ভারতে ১১ই এপ্রিল আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে বলে জানানো হয়েছে। এতে ৭৩০০ এমএএইচ ব্যাটারি থাকবে, যা ভারতের কোনও স্মার্টফোনের সবচেয়ে বড় ব্যাটারি বলে দাবি করছে কোম্পানি। পূর্বসূরি iQOO Z9 এর ৫০০০ এমএএইচ ব্যাটারির তুলনায় এটি বিশাল আপগ্রেড। টিজারে ডুয়াল রিয়ার ক্যামেরা ও অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সাপোর্ট নিশ্চিত করা হয়েছে।
স্পেসিফিকেশন ও দাম
স্মার্টপিক্সের একটি প্রতিবেদন অনুসারে, iQOO Z10 5G ফোনটিতে ৬.৬৭ ইঞ্চি অ্যামোলেড কোয়াড-কার্ভড ডিসপ্লে থাকবে। এটি ফুল-এইচডি+ রেজোলিউশন ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। ডিভাইসটি Qualcomm Snapdragon 7s Gen 3 প্রসেসরে রান করবে। ৮ জিবি + ১২ জিবি র্যাম এবং ১২৮ জিবি + ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনে উপলব্ধ হবে।
ফটোগ্রাফির জন্য, ফোনের ব্যাক প্যানেলে একটি ৫০ মেগাপিক্সেলের Sony IMX882 প্রাইমারি ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর থাকবে। সামনের দিকে, ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। এটির ব্যাটারি ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে। এতে একটি আইআর ব্লাস্টারও থাকবে। iQOO Z10 5G এর দাম ২০,০০০ থেকে ৩০,০০০ টাকার মধ্যে হতে পারে বলে আশা করা হচ্ছে। ফোনটি সংস্থার ওয়েবসাইট ছাড়াও আমাজন থেকে পাওয়া যাবে।