iQOO Z9x 5G এখন এত সস্তায়, ৬ জিবি র‌্যাম ও দুর্দান্ত ক্যামেরা ফোনের দাম শুনলে চমকে যাবেন

বর্তমান সময়ে স্মার্টফোন বাজারে বাজেটের মধ্যে ভালো ফিচারযুক্ত ফোন পাওয়া বেশ চ্যালেঞ্জের বিষয়। যদিও আপনার কাজ সহজ করে দিতে আমরা আছি। এই মুহূর্তে আপনি যদি ১৫ হাজার টাকার কমে শক্তিশালী এবং ফিচারসমৃদ্ধ ৫জি স্মার্টফোন খুঁজে থাকেন, তাহলে iQOO Z9x 5G হতে পারে আপনার জন্য সেরা চয়েস। ফিচারে ঠাসা ডিভাইসটি এখন অ্যামাজনে বিশেষ ছাড়ে বিক্রি হচ্ছে। আসুন অফারের পর এটি কত দামে কেনা যাবে দেখে নেওয়া যাক।

iQOO Z9x 5G এর দাম ও অফার

আইকো জেড৯এক্স ৫জি ফোনের ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৩,৪৯৯ টাকা। তবে অ্যামাজনে এটি এখন ১,৫০০ টাকা কুপন ডিসকাউন্ট সহ মাত্র ১১,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়াও কোম্পানির তরফে ৪০৪ টাকা পর্যন্ত ক্যাশব্যাক দেওয়া হচ্ছে। যদিও এর সাথে আলাদা করে কোনো ব্যাংক অফার নেই, তবে এক্সচেঞ্জ অফারের মাধ্যমে অতিরিক্ত ছাড় পাওয়া সম্ভব।

ফিচার ও স্পেসিফিকেশন

আইকো জেড৯এক্স ৫জি স্মার্টফোনে রয়েছে ৬.৭২ ইঞ্চি ফুল এইচডি+ ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ডিসপ্লে ১০০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৬ জেন‌ ১ চিপসেট। ফটোগ্রাফির জন্য এই ফোনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। সামনে রয়েছে একটি ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। সঙ্গে ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।ফোনটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ফানটাচ ওএস ১৪ কাস্টম স্কিনে চলে। সিকিউরিটির জন্য রয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।