জুলাই মন্ডল, কলকাতা: ভারতে লঞ্চ হল itel Unicorn Max স্মার্টওয়াচ। এটি সংস্থার সবচেয়ে সাশ্রয়ী স্মার্টওয়াচ, যেখানে অনেক চমৎকার ফিচার উপস্থিত। এই স্মার্টওয়াচে পাওয়া যাবে ১.৪৩ ইঞ্চি কার্ভড AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং ও ২০০টির বেশি ওয়াচ ফেস। বিশেষ বিষয় হলো, itel এতে শর্ট ভিডিও ওয়াচ ফেসও অন্তর্ভুক্ত করেছে। আসুন এই স্মার্টওয়াচের দাম এবং ফিচার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
ভারতে Itel Unicorn Max-এর দাম, উপলব্ধতা
দাম সম্পর্কে বললে, আইটেল ইউনিকর্ন ম্যাক্স এর মূল্য ধার্য করা হয়েছে ১,৯৯৯ টাকা। এটি মিটিওরাইট গ্রে, কপার গোল্ড এবং অ্যালুমিনিয়াম সিলভার কালার অপশনে পাওয়া যাবে। এই স্মার্টওয়াচটি আপনি Amazon থেকে কিনতে পারবেন।
Introducing the Unicorn Max smartwatch – a metallic beauty, crafted in perfection! With its dazzling 1000 nits brightness and a stunning 1.43″ curved AMOLED display, it’s going to make you speechless!
Sale is live on Amazon, buy now!#itel #unicornmax #metallic #smartwatch… pic.twitter.com/8GZF0xqVrq
— itel India (@itel_india) March 22, 2025
Itel Unicorn Max এর স্পেসিফিকেশন এবং ফিচার
আইটেল ইউনিকর্ন ম্যাক্স স্মার্টওয়াচে আছে ১.৪৩ ইঞ্চি কার্ভড AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ৬০ হার্টজ এবং ব্রাইটনেস ১০০০ নিটস। এই ঘড়িতে ২০০ এর বেশি ওয়াচ ফেস পাওয়া যাবে।
এই স্মার্ট ঘড়িতে ডুয়াল কোর প্রসেসর দেওয়া হয়েছে। এর পাশাপাশি, ওয়াচে ব্লুটুথ কলিং সাপোর্ট করবে। স্মার্টওয়াচটি এআই নয়েজ রিডাকশন সাপোর্ট সহ এসেছে। Itel Unicorn Max ওয়াচে হার্ট রেট মনিটরিং, SpO2 ট্র্যাকিং, স্লিপ ট্র্যাকিং, স্ট্রেস মনিটরিং ফিচার পাওয়া যাবে। এছাড়াও এতে ১০০টির বেশি স্পোর্টস মোডও রয়েছে। এই ঘড়িতে কুইক মেসেজ রিপ্লাই, রিমোট ক্যামেরা শাটার এবং ‘ফাইন্ড মাই ফোন’ ফাংশন মতো ফিচার উপস্থিত।