Jio, Airtel ও Vi দিচ্ছে সবচেয়ে সস্তায় আনলিমিটেড 5G ডেটা, ১৯৮ টাকা থেকে শুরু

গোটা দেশে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে 5G নেটওয়ার্ক। প্রথমে Reliance Jio এবং Airtel তাদের গ্রাহকদের জন্য পরবর্তী প্রজন্মের এই নেটওয়ার্ক চালু করলেও, এখন Vodafone Idea (Vi)-ও সেই তালিকায় যুক্ত হয়েছে। আর সংস্থাগুলি নির্বাচিত রিচার্জ প্ল্যানের সাথে আনলিমিটেড 5G ডেটা উপভোগের সুযোগ দিচ্ছে। তবে Vi কেবল মুম্বাইয়ের গ্রাহকদের জন্য এই সুবিধা এনেছে। আশা করা হচ্ছে খুব শীঘ্রই তারা অন্যান্য রাজ্যেও এই সুবিধা চালু করবে। তাই আপনিও যদি কম খরচে আনলিমিটেড ইন্টারনেট পেতে চান, তাহলে চলুন তিন বেসরকারি টেলিকম কোম্পানির সবচেয়ে সস্তা 5G প্ল্যানগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক।
Airtel-এর ৩৭৯ টাকার প্রিপেড প্ল্যান
এয়ারটেলের এই প্ল্যানে ২৮ দিনের ভ্যালিডিটি সহ প্রতিদিন ২ জিবি ৪জি ডেটা পাওয়া যায়। সাথে আছে ১০০টি SMS এবং আনলিমিটেড কলের সুবিধা। এর সাথে যাদের ফোনে ৫জি সাপোর্ট করে এবং যাদের এলাকায় এয়ারটেলের ৫জি নেটওয়ার্ক উপলব্ধ, তারা আনলিমিটেড ৫জি ডেটাও ব্যবহার করতে পারবেন। অতিরিক্ত সুবিধা হিসেবে এই প্ল্যানে স্প্যাম অ্যালার্ট, অ্যাপলো ২৪/৭ সার্কেল, Airtel Xstream অ্যাপ, ফ্রি হ্যালোটিউনের সুবিধা রয়েছে।
Jio-এর ১৯৮ টাকার প্রিপেড প্ল্যান
জিওর এই প্ল্যানের ভ্যালিডিটি ১৪ দিন। এখানে প্রতিদিন ২ জিবি ডেটা, ১০০টি SMS এবং আনলিমিটেড কলের সুবিধা আছে। এর সঙ্গে আনলিমিটেড ৫জি ডেটাও দেওয়া হয়। এছাড়া ফ্রি JioTV ও JioAI ক্লাউডের সাবস্ক্রিপশন পাওয়া যায়
Jio-এর ৩৪৯ টাকার প্ল্যান
জিওর ২৮ দিনের এই ৫জি প্ল্যানে প্রতিদিন ২ জিবি ডেটা, ১০০টি SMS ও আনলিমিটেড কলের সুবিধা আছে। পাশাপাশি, এখানে ৯০ দিনের জন্য JioHotstar (মোবাইল/টিভি) সাবস্ক্রিপশন দেওয়া হয়। অতিরিক্ত সুবিধার মধ্যে আছে JioTV ও JioAI ক্লাউড ব্যবহারের ছাড়পত্র।
Vi-এর ২৯৯ টাকার প্রিপেড প্ল্যান
ভোডাফোন আইডিয়া এখন মুম্বাইয়ের গ্রাহকদের জন্য আনলিমিটেড ৫জি ডেটার সুবিধা দিচ্ছে। ২৯৯ টাকার রিচার্জ প্ল্যানে রোজ ১ জিবি ৪জি ডেটা, ১০০টি SMS এবং আনলিমিটেড কলের সুবিধা রয়েছে। আর মুম্বাইয়ের গ্রাহকরা পাবে আনলিমিটেড ৫জি ডেটার মজা।