মুখ্য সংবাদ

JioHotstar ওটিটি অ্যাপ লঞ্চ হল, ১৪৯ টাকা থেকে মোবাইল প্ল্যান, আগের সাবস্ক্রিপশন কাজ করবে?

Published on:

jiohotstar-ott-app-launched-three-subscription-plan-details-jiocinema-merge

JioHotstar ওটিটি প্ল্যাটফর্ম অবশেষে ভারতে লঞ্চ হল। এর মাধ্যমে ব্যবহারকারীরা লাইভ ম্যাচ, সিনেমা, ওয়েব সিরিজ দেখতে পাবে। তবে এটি কোনো নতুন ওটিটি সার্ভিস নয়! রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং ওয়াল্ট ডিজনি, যৌথ উদ্যোগে জিও হটস্টার লঞ্চ করেছে। এরফলে JioCinema এবং Disney+ Hotstar এর কনটেন্ট মার্জ করা হবে। আসুন জিও হটস্টার এর সাবস্ক্রিপশন চার্জ বা প্ল্যান সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

নতুন JioHotstar পরিষেবা কী?

এতদিন জিও সিনেমা এবং ডিজনি প্লাস হটস্টার অ্যাপে গিয়ে আলাদা আলাদা ভাবে কনটেন্ট দেখতে হত। তবে এখন এই দুই প্ল্যাটফর্ম মিশে যাওয়ার অর্থ ব্যবহারকারীদের আর এই দুটি অ্যাপ থেকে আলাদাভাবে কনটেন্ট দেখার প্রয়োজন পড়বে না। সহজ কথায়, নতুন জিও হটস্টার পরিষেবা ব্যবহারকারীদের ডিজনি + হটস্টার এবং জিও সিনেমা উভয় প্ল্যাটফর্মের কনটেন্ট দেখতে দেবে।

বর্তমান JioCinema এবং Hotstar ব্যবহারকারীদের কী হবে?

জিও স্টারের সিইও কিরণ মানি জানিয়েছেন যে, বিদ্যমান জিও সিনেমা এবং ডিজনি প্লাস হটস্টার ব্যবহারকারীদের জন্য কিছুই পরিবর্তন হবে না। ব্যবহারকারীরা আগের মতোই ভিডিও কনটেন্ট দেখতে পাবেন এবং এখন কেবল একটি অ্যাপের মাধ্যমে এই সুবিধা মিলবে।

JioHotstar সাবস্ক্রিপশন প্ল্যান

জিও হটস্টার সাবস্ক্রিপশন নিতে হলে তিনটি প্ল্যান রিচার্জ করার বিকল্প পাওয়া যাবে। এর মধ্যে ১৪৯ টাকার একটি মোবাইল প্ল্যান, ২৯৯ টাকার সুপার প্ল্যান এবং ৩৪৯ টাকার প্রিমিয়াম (বিজ্ঞাপন-ফ্রি) প্ল্যান অন্তর্ভুক্ত রয়েছে। এই তিনটি প্ল্যানের বৈধতা তিন মাস।

পুরানো অ্যাপগুলি কি কাজ করতে থাকবে?

বিদ্যমান ডিজনি + হটস্টার ব্যবহারকারীদের জন্য অ্যাপে পরিবর্তন আনা হয়েছে, তবে বর্তমান সাবস্ক্রিপশন অনুযায়ী কনটেন্ট দেখা যাবে। জিও সিনেমা প্রিমিয়াম ব্যবহারকারীরা স্বয়ংক্রিয়ভাবে নতুন অ্যাপে মাইগ্রেট হয়ে যাবেন। এক্ষেত্রে দুটি পৃথক অ্যাপের পরিবর্তে শুধুমাত্র একটি জিও হটস্টার অ্যাপ কাজ করবে।