Kodak Matrix QLED: পুজোর আগে ৬৫ ইঞ্চি পর্যন্ত স্ক্রিন সহ ভারতে লঞ্চ হল নতুন কোডাক স্মার্ট টিভি

Kodak Matrix QLED টিভি সিরিজ ভারতে লঞ্চ হল। এই স্মার্ট টিভি সিরিজের অধীনে ৪৩, ৫০, ৫৫ এবং ৬৫ ইঞ্চি মডেলগুলি এসেছে। আর এই চারটি টিভিতে পাওয়া যাবে এইচডিআর ১০ প্লাস সহ 4K QLED প্যানেল, ওয়াইড কালার গ্যামট এবং ৫৫০ নিট পর্যন্ত ব্রাইটনেস। Kodak Matrix QLED টিভিগুলির ডিজাইন বেজেল-লেস এবং এগুলি মেটাল ফিনিশ সহ এসেছে। সবকটি মডেলই গুগল টিভি অপারেটিং সিস্টেমে চলে। আসুন এদের দাম এবং স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Kodak Matrix QLED টিভি সিরিজের দাম এবং লভ্যতা

ভারতে Kodak Matrix QLED টিভি সিরিজের ৪৩ ইঞ্চি (43ST5005) মডেলের দাম রাখা হয়েছে ১৮,৭৯৯ টাকা। আর ৫০ ইঞ্চি (50ST5015) মডেলের মূল্য ধার্য করা হয়েছে ২৩,৯৯৯ টাকা। আবার ৫৫ ইঞ্চি (55ST5025) মডেলটি পাওয়া যাচ্ছে ২৭,৬৪৯ টাকায়। এছাড়া ৬৫ ইঞ্চি (65ST5035) স্ক্রিন মডেলের দাম পড়বে ৩৭,৯৯৯ টাকা।

অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল এবং ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেলে কোম্পানি Kodak Matrix QLED টিভির সাথে লোভনীয় লঞ্চ অফার দেবে। ফ্লিপকার্টে ক্রেতারা অ্যাক্সিস ব্যাঙ্ক এবং আইসিআইসিআই ব্যাঙ্কের ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে নো-কস্ট ইএমআই এর সুযোগ সহ ১০ শতাংশ ছাড় পেতে পারেন। আর অ্যামাজনে এসবিআই কার্ড ব্যবহারকারীদের দেওয়া হবে ১০ শতাংশ ছাড়।

Kodak Matrix QLED টিভির সিরিজের স্পেসিফিকেশন ও ফিচার

Kodak Matrix QLED টিভিগুলি গুগল অ্যাসিস্ট্যান্ট, ক্রোমকাস্ট এবং এয়ারপ্লে সাপোর্ট সহ এসেছে। প্রতিটি টিভিতে একাধিক প্রিলোডেড অ্যাপ রয়েছে, যার মধ্যে পাওয়া যাবে নেটফ্লিক্স, প্রাইম ভিডিও, ইউটিউব, সনি এলআইভি, জি৫ এবং জিওহটস্টার। টিভির রিমোটে ভয়েস সার্চ এবং দ্রুত অ্যাক্সেসের জন্য ডেডিকেটেড ওটিটি বাটন উপস্থিত।

Kodak Matrix QLED টিভির ৬৫ ইঞ্চির মডেলটি মালি জি৫২ জিপিইউ সহ AiPQ চিপসেট দ্বারা চালিত। এতে ৬০ হার্টজে এআই স্মুথ মোশন এবং একাধিক পিকচার এবং সাউন্ড মোড রয়েছে। ৬৫ ইঞ্চির মডেলটি ৬০ ওয়াট আউটপুট সহ চারটি স্পিকার অফার করে। আর অন্য মডেলগুলি ৫০ ওয়াট অডিও আউটপুট সহ এসেছে। সবকটি Kodak Matrix QLED টিভিতে ডলবি অ্যাটমস, ডলবি ডিজিটাল প্লাস এবং ডিটিএস ট্রুসারাউন্ড সাপোর্ট করে।

পারফরম্যান্সের জন্য, অন্য তিনটি কোডাক টিভিতে কোয়াড-কোর প্রসেসর রয়েছে, যার সাথে ২ জিবি র‍্যাম এবং ১৬ জিবি স্টোরেজের পাওয়া যাবে। এদের কানেক্টিভিটি অপশনের মধ্যে আছে এআরসি এবং সিইসি সহ তিনটি এইচডি এমআই পোর্ট, দুটি ইউএসবি পোর্ট, অপটিক্যাল আউটপুট, ব্লুটুথ ৫.০ এবং ডুয়েল-ব্যান্ড ওয়াই-ফাই। নতুন Kodak Matrix QLED টিভি সিরিজের প্রতিটি মডেলের সাথে মিলবে এক বছরের ওয়ারেন্টি।