Lava Blaze Duo 3 ভারতে ১৯ জানুয়ারি লঞ্চ হচ্ছে, থাকবে ডুয়েল ডিসপ্লে

ভারতীয় স্মার্টফোন বাজারে নতুন সদস্য নিয়ে হাজির হচ্ছে লাভা। সংস্থাটি নিশ্চিত করেছে, তাদের নতুন ফোন Lava Blaze Duo 3 আগামী ১৯ জানুয়ারি ভারতে লঞ্চ হবে। ইতিমধ্যেই একাধিক টিজার ও অ্যামাজনের লিস্টিং থেকে ফোনটির ডিজাইন ও গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সামনে এসেছে। এতে অ্যামোলেড স্ক্রিন, ডুয়েল ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ও ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকবে। আসুন ডিভাইসটি সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।

Lava Blaze Duo 3 এর কালার অপশন, ডিজাইন ও ফিচার

টিজার থেকে জানা গেছে, Lava Blaze Duo 3 মডেলটি ম্যাট ফিনিশ সহ অফ-হোয়াইট কালার অপশনে পাওয়া যাবে। এর পিছনের প্যানেল ফ্ল্যাট, কোণাগুলি হালকা গোল এবং সামগ্রিকভাবে বেশ স্লিম লুক থাকবে। এর আগে ব্ল্যাক কালার ভ্যারিয়েন্টের একটি টিজার দেখা গিয়েছিল। ডিজাইনের কথা বললে, এটি অনেকটাই Lava Blaze Duo 5G-এর মতো দেখতে হবে, তবে সাইজ সামান্য ছোট থাকবে।

আর এতে পাওয়া যাবে সেকেন্ডারি রিয়ার ডিসপ্লে। ক্যামেরা মডিউলের মধ্যেই ছোট অতিরিক্ত স্ক্রিন থাকবে। এই স্ক্রিন থেকে নোটিফিকেশন দেখা, মিউজিক কন্ট্রোল করা, এমনকি রিয়ার ক্যামেরা দিয়ে সেলফি তোলাও সম্ভব হতে পারে।

পিছনে আয়তাকার কালো ক্যামেরা মডিউলের মধ্যে উল্লম্বভাবে বসানো থাকবে দুটি বড় গোল ক্যামেরা লেন্স। তার পাশেই দেওয়া হবে ছোট সেকেন্ডারি ডিসপ্লে এবং একটি এলিপটিক্যাল LED ফ্ল্যাশ। এতে AI সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর‌ পাওয়া যাবে। নিচের দিকে উল্লম্বভাবে Lava ব্র্যান্ডিং ও 5G লেখা থাকবে।

স্পেসিফিকেশনের কথা বললে, অ্যামাজন লিস্টিং অনুযায়ী Lava Blaze Duo 3 চলবে অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে। এতে থাকবে ৬.৬ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যার পিক ব্রাইটনেস ১,০০০ নিটস পর্যন্ত। সঙ্গে ১.৬ ইঞ্চির সেকেন্ডারি রিয়ার স্ক্রিনও মিলবে। স্মার্টফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৬০ চিপসেট, ৬ জিবি LPDDR5 র‍্যাম ও ১২৮ জিবি UFS 3.1 স্টোরেজ সহ আসবে।

ফটোগ্রাফির জন্য থাকবে ৫০ মেগাপিক্সেল Sony IMX752 সেন্সর ও সামনে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হড়ে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এতে স্টেরিও স্পিকার, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, IR ব্লাস্টারও পাওয়া যাবে। ফোনটি মাত্র ৭.৫৫ মিমি পুরু হবে, আর ওজন থাকবে ১৮১ গ্রাম এবং এতে IP64 রেটিং দেওয়া হবে।