উৎপাদন এবং বিক্রি দুই বিভাগেই অ্যাপলের কাছে ক্রমশ গুরুত্বপূর্ণ বাজার হয়ে উঠেছে ভারত। কেন্দ্রীয় সরকারের উৎপাদন-সংযুক্ত প্রণোদনা (PLI) প্রকল্পের উপর নির্ভর করে, অ্যাপল চলতি আর্থিক বছরে, ১০ মাসে (এপ্রিল-জানুয়ারি) দেশ থেকে সর্বকালের সর্বোচ্চ ১ লক্ষ কোটি টাকা আইফোন রফতানির মাইলফলক অতিক্রম করেছে।
পরিসংখ্যান বলছে, জানুয়ারিতে আইফোন রফতানি হয়েছে প্রায় ১৯,০০০ কোটি টাকার, যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। চলতি অর্থবছরের (এপ্রিল-জানুয়ারি ২০২৫) ১০ মাসে দেশ থেকে সামগ্রিক আইফোন রফতানি, গত অর্থবছরের একই সময়ের (৭৬,০০০ কোটি টাকা) তুলনায় ৩০ শতাংশেরও বেশি।
সোমবার কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, “পিএলআই স্কিমের অধীনে আরেকটি রেকর্ড পারফরম্যান্স। পিএলআই-এর ফলে আইফোন রফতানি অর্থবছর ২০২৫-এর মাত্র ১০ মাসে ১ লক্ষ কোটি টাকারও বেশি হয়েছে।”
তিনি আরও বলেন, “২০২৫ অর্থবছরে মোট স্মার্টফোনের বাজার ২.২৫ লক্ষ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।” উল্লেখ্য, এই মুহূর্তে দেশে প্রতি বছর ৩২.৫ কোটি ৩৩ কোটির বেশি মোবাইল ফোন তৈরি করা হচ্ছে এবং গড়ে প্রায় ১০০ কোটি মোবাইল ফোন ব্যবহার করা হয়।
অ্যাপলের সিইও টিম কুক গত মাসে জানিয়েছিলেন যে, “ ভারত অ্যাপলের জন্য একটি বিশাল বাজার এবং আমরা ডিসেম্বরের শেষে বৃদ্ধির রেকর্ড অর্জন করেছি, যেখানে ২০২৪ সালের অক্টোবর-ডিসেম্বর সময়ে আইফোন দেশের শীর্ষ বিক্রি হওয়া মডেল ছিল।”
তিনি আরও বলেন যে, ডিসেম্বরের শেষে আইফোন ভারতে শীর্ষ বিক্রিত মডেল ছিল। পরিসংখ্যান অনুসারে, স্থানীয় উৎপাদন বৃদ্ধি এবং ছোট শহরগুলিতে প্রিমিয়ামাইজেশন প্রবণতা বৃদ্ধির উপর নির্ভর করে, ২০২৪ সালে আইফোন ভারতের স্মার্টফোন বাজারে ৭ শতাংশ দখল করেছে।