মুখ্য সংবাদ

West Bengal Govt Scheme: দুয়ারে সরকারে ৩৭টি প্রকল্প যোগ করল রাজ্য সরকার, কবে থেকে কোথায় আবেদন করবেন

Published on:

mamata-banerjee-adds-37-projects-in-duare-sarkar-with-lakshmi-bhandar-and-kanyashree-know-application-details

রাজ্য সরকার এবার ৩৭টি প্রকল্প সহ শুরু করল বিশেষ কর্মসূচি। গত ২৪ জানুয়ারি থেকে শুরু হওয়া “দুয়ারে সরকার” কর্মসূচিতে এই প্রকল্পগুলির সুবিধা পাওয়া যাবে। সরকার বিভিন্ন এলাকায় শিবির আয়োজন করতে শুরু করেছে, যাতে মানুষ মোট ৩৭টি প্রকল্পের সুবিধা পেতে পারে। এই প্রকল্পগুলিতে লক্ষ্মী ভান্ডার এবং স্বাস্থ্য সাথীর মতো জনপ্রিয় প্রকল্পের পাশাপাশি অন্যান্য সহায়ক প্রকল্প অন্তর্ভুক্ত থাকবে।

প্রকল্পে আবেদন করার জন্য শিবির

WhatsApp Community Join Now

সরকার ব্লকের বিভিন্ন স্থানে, যেমন স্কুল এবং সরকারি অফিসে, ক্যাম্প আয়োজন করেছে। লক্ষ্য হল, সুবিধাবঞ্চিত এলাকার মানুষরাও যাতে এই সুবিধার জন্য আবেদন করতে পারেন তা নিশ্চিত করা। আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছানোর জন্য এই অঞ্চলগুলিতে অতিরিক্ত শিবির আয়োজনের উপর জোর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

গুরুত্বপূর্ণ প্রকল্পগুলি :

লক্ষ্মী ভান্ডার, স্বাস্থ্য সাথী এবং কন্যাশ্রীর মতো কর্মসূচির পাশাপাশি, সরকার আরও বেশ কয়েকটি প্রকল্পের আওতায় সুবিধা প্রদান করছে। উপলব্ধ কিছু মূল প্রকল্পের মধ্যে রয়েছে:

বার্ধক্যভাতা
কৃষকবন্ধু
স্টুডেন্ট ক্রেডিট কার্ড
ভবিষ্য ক্রেডিট কার্ড
রূপশ্রী

উল্লেখ্য, কৃষি যন্ত্রপাতি কেনার জন্য আর্থিক সহায়তা প্রকল্পের একটি নতুন সংযোজন। এই উদ্যোগটি কৃষক এবং স্ব-কর্মসংস্থান গোষ্ঠীগুলিকে কৃষি যন্ত্রপাতি কেনার জন্য ৫০-৮০% পর্যন্ত ভর্তুকি প্রদান করবে।

কতদিন দুয়ারে সরকারের শিবিরগুলি থাকবে?

দুয়ারে সরকারের ক্যাম্পগুলি ২৪শে জানুয়ারি শুরু হয়েছে এবং ১লা ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে, এই প্রকল্পগুলির দ্বারা প্রদত্ত সমস্ত সুবিধার জন্য আবেদন করতে পারবেন। ক্যাম্পগুলি শেষ হওয়ার পরে, সরকার ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত সমস্ত আবেদন পর্যালোচনা করবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন