অফলাইন নেভিগেশন অ্যাপ MAPS.Me বন্ধ করল গুগল এবং অ্যাপল। প্লে স্টোর ও অ্যাপ স্টোর থেকে মুছে দেওয়া হল অ্যাপটি। মানিকন্ট্রোলের রিপোর্ট অনুযায়ী, অ্যাপটি ভারতের বহিরাগত সীমানা ভুলভাবে চিত্রিত করেছে। 2024 সালের ডিসেম্বরে, MAPS.Me নিয়ে ভারতের সার্ভে (SoI) দ্বারা 2000 সালের আইটি আইনের 79(3)(b) ধারার অধীনে গুগলের নোডাল অফিসার প্রিয়দর্শী ব্যানার্জির কাছে একটি নোটিশ পাঠানো হয়েছিল।
ওই নোটিশে বলা হয়, অ্যাপটিতে জম্মু ও কাশ্মীর এবং লাদাখের কেন্দ্রশাসিত অঞ্চলগুলির চিত্রায়নে ভুল রয়েছে। যার ফলে এখন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে, গুগল প্লে স্টোর অ্যাপটির ল্যান্ডিং পেজে দেখানো হচ্ছে: “আমরা দুঃখিত, অনুরোধ করা URL এই সার্ভারে পাওয়া যায়নি”। যদিও রিপোর্টে বলা হয়েছে যে SoI গুগলকে নোটিশ পাঠিয়েছে, তবে অ্যাপলকেও নোটিশ পাঠানো হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। কারণ অ্যাপল অ্যাপ স্টোরেও অ্যাপটি ভারতীয় ব্যবহারকারীদের জন্য অনুপলব্ধ।
জানা গিয়েছে যে গুগল প্লেস্টোরে উপলব্ধ maps.me অ্যাপে ভারতের মানচিত্রে ভুল বহিরাগত সীমানা দেখানো হয়েছে, যা দেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতাকে বিপন্ন করে। ভারতের ভুল মানচিত্র চিত্রিত করা ফৌজদারি আইন সংশোধন (সংশোধন) আইন, 1990 এর উপধারা (2) এর অধীনে এটি একটি অপরাধ।
নোটিশে বলা হয়েছে, “ভারত সরকার মনে করে যে দেশে ব্যবহারের জন্য প্রকাশিত মানচিত্রে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য থাকা উচিত। বিশেষ করে ভারতের বহিরাগত সীমানা এবং উপকূলরেখা সম্পর্কে। কারণ এই তথ্যগুলির ভুল চিত্রিতকরণ, আঞ্চলিক অখণ্ডতাকে প্রশ্নবিদ্ধ করার সমান।”
“তাই অনুরোধ করা হচ্ছে যে উপরের অনুচ্ছেদ (1) এ গুগল প্লে স্টোরে ডাউনলোডের জন্য উপলব্ধ maps.me অ্যাপে দেখানো ভুল মানচিত্রটি দ্রুত ব্লক/অক্ষম করা হোক।”
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.