অত্যাধুনিক কোয়ান্টাম প্রসেসিং ইউনিট বা চিপ প্রকাশ করল মাইক্রোসফট (Microsoft)। এটি একটি যুগান্তকারী আবিষ্কার বলে মনে করছে কোম্পানি, যার মাধ্যমে কোয়ান্টাম কম্পিউটার তৈরি করতে সময় লাগবে মাত্র কয়েক বছর। মাইক্রোসফটের আরও দাবি, এটি বিশ্বের প্রথম কোয়ান্টাম প্রসেসিং ইউনিট, যা টপোলজিক্যাল (একটি নতুন পদার্থ যা খুব সম্প্রতি আবিষ্কার হয়েছে) কোরের উপর নির্মিত।
এক্স হ্যান্ডেলে সিইও সত্য নাদেলা লিখেছেন, “আমরা বড় হয়ে শিখেছি যে তিনটি প্রধান ধরনের পদার্থ আছে : কঠিন, তরল এবং গ্যাসীয়। আজ, সবকিছু বদলে গেছে।” তিনি আরও জানিয়েছেন, যে আবিষ্কারটি সম্ভব হয়েছে টপোকন্ডাক্টরের মাধ্যমে, যা একটি নতুন শ্রেণীর উপকরণ। এটি কোয়ান্টাম কম্পিউটার তৈরি করতে পারে, যা বর্তমান মডেলের তুলনায় দ্রুত, আরও নির্ভরযোগ্য এবং আয়তনে বেশ ছোট।
এই চিপের নামকরণ করা হয়েছে মাজোরানা ১ (Majorana 1)। প্রযুক্তির ইতিহাসে কোয়ান্টাম কম্পিউটিং দীর্ঘদিন ধরেই একটি চর্চায় বিষয়। এই কম্পিউটার তৈরি করার ক্ষেত্রে একটি প্রধান সমস্যা হল – কোয়ান্টাম কম্পিউটারের ভিত্তি, কিউবিট, অত্যন্ত অস্থির। এই কম্পিউটারকে সঠিক ভাবে পরিচালনা করার জন্য উপকূল পরিবেশের প্রয়োজন হয়।
তবে মাইক্রোসফট এদিন দাবি করেছে, যে তারা একটি উপায় খুঁজে বের করতে সফল হয়েছে। নতুন পদার্থ টপোকন্ডাক্টরের উপর ভিত্তি করে কোম্পানির নতুন পদ্ধতি, কিউবিটগুলির জন্য আরও স্থিতিশীল পরিবেশ তৈরি করা হবে। এর ফলে আরও নির্ভুলভাবে পরিচালনা করা যাবে। কোম্পানির মতে, কোয়ান্টাম কম্পিউটারগুলির জন্য একটি নির্দিষ্ট সীমা থাকা দরকার। বাস্তবে বিশ্বে নানা সমস্যা সমাধানের জন্য মাইক্রোপ্লাস্টিকগুলিকে ক্ষতিকারক উপাদানের ভেঙে ফেলতে হবে এবং নির্মাণ, উৎপাদন বা স্বাস্থ্যসেবার জন্য স্ব-নিরাময়কারী উপকরণ উদ্ভাবন করতে হবে।
মাইক্রোসফট আরও জানিয়েছে, যে কোয়ান্টাম কম্পিউটিংকে তার সর্বোচ্চ কর্মক্ষমতায় পৌঁছানোর জন্য, বিজ্ঞানীরা অনুমান করছেন, যে চিপগুলিতে কমপক্ষে দশ লক্ষ কিউবিট ধারণ করতে হবে। দশ লক্ষ কিউবিট বিশিষ্ট একটি কোয়ান্টাম কম্পিউটার বিশ্বের বর্তমান সমস্ত কম্পিউটারের চেয়ে অনেক বেশি শক্তিশালী হবে। কোম্পানির বিশ্বাস, মাজোরানা ১ এটি সম্ভব করার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। যদিও প্রযুক্তির দুনিয়ায় বহু মহারথীরা এখনো আবিষ্কারটিকে যুগান্তকারী মনে করতে রাজি নয়।
যেমন, সাইবার নিরাপত্তা সংস্থা লাস্টওয়ালের প্রধান প্রযুক্তি কর্মকর্তা ট্রয় নেলসন এই চিপ নিয়ে উৎসাহ এবং সতর্কতা দুই প্রকাশ করেছেন। তিনি জানান, “তারা যা করেছে তা হল তারা একটি নতুন ভিত্তি তৈরি করেছে, যা থেকে আমরা ভালো কিছু তৈরি করতে পারি। এখন আমাদের উৎপাদন সমস্যাগুলি সমাধান করতে হবে যেমন বিপুল স্তরে অর্থনীতি এবং খরচ কমানো। কিন্তু আমি মাইক্রোসফট যা তৈরি করেছে, তা একটি নতুন রোড ম্যাপ হিসাবে দেখছি।”
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.