Motorola: এবার কম দামে সুপার স্লিম বডির ফোন, Moto Edge 70 বাজার কাঁপাতে আসছে

স্মার্টফোন ইন্ডাস্ট্রির লেটেস্ট ট্রেন্ড হিসাবে সুপার স্লিম স্মার্টফোনের চাহিদা বাড়ছে। Apple iPhone Air এবং Samsung Galaxy S25 Edge এর মতো ডিভাইসগুলি ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে। ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে এবার Motorola বাজারে আনতে চলেছে Moto Edge 70 স্মার্টফোন। একটি নতুন রিপোর্ট তৈরি আসন্ন এই হ্যান্ডসেটের ফার্স্ট লুক সামনে এনেছে। ফোনটি প্রিমিয়াম থিন বডি সহ আসবে। আসুন Moto Edge 70 সম্পর্কে কি কি তথ্য সামনে এল জেনে নেওয়া যাক।

Moto Edge 70 হতে পারে সবচেয়ে পাতলা মোটোরোলা ফোন

সুপরিচিত টিপস্টার ইভান ব্লাস Moto Edge 70 হ্যান্ডসেটের ফার্স্ট লুক অনলাইনে শেয়ার করেছেন। তার সাম্প্রতিক এক্স (আগে টুইটার হিসাবে পরিচিত) পোস্টে মটোরোলার পরবর্তী প্রজন্মের ‘Edge’ সিরিজের স্মার্টফোনটির সম্পূর্ণ ডিজাইন ফাঁস হয়েছে। পোস্টে ডিভাইসটিকে সুপার স্লিম বডি সহ দেখানো হয়েছে। সাথে বলা হয়েছে Moto Edge 70 মডেলটি “ইম্পসিবলি থিন অ্যান্ড ইনক্রেডিবলি টাফ” হবে। স্লিম বিল্ডের ফোনগুলিকে সাধারণত বেঁকে যাওয়া থেকে বাঁচাতে মজবুত করা হয়, তাই iPhone Air এবং Samsung Galaxy S25 Edge এর মতো প্রিমিয়াম মডেলগুলিতে টাইটানিয়ামের মতো শক্ত উপকরণ ব্যবহার করা হয়েছে।

যদিও মোটোরোলা, আইফোন বা গ্যালাক্সি এজের মতো একই ধরণের অ্যালয় ব্যবহার করবে বলে মনে হচ্ছে না, তবে আশা করা যায় যে ফ্রেমটি শক্ত অ্যালুমিনিয়াম অ্যালয় ব্যবহার করে তৈরি করা হবে। ব্র্যান্ডটি প্রায়শই তাদের স্মার্টফোনের রিয়ার প্যানেলে আইকনিক ভিগান লেদার দিয়ে থাকে। কিন্তু এবার, গ্রিন কালার অপশনটি গ্লাস ব্যাক সহ আসবে বলে মনে হচ্ছে।

Moto Edge 70 ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ আসবে

বর্তমানে খুব সীমিত সংখ্যক স্লিম স্মার্টফোনই বাজারে উপলব্ধ রয়েছে। এরমধ্যে জনপ্রিয় মডেলগুলি প্রিমিয়াম রেঞ্জে এসেছে। তবে Moto Edge 70 ফোনটি সাশ্রয়ী মূল্যের মধ্যেই প্রিমিয়াম ডিজাইন অফার করবে। আসন্ন ডিভাইসটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ এবং এআই (AI) বাটনও দেখা যাবে। জানিয়ে রাখি, Moto Edge 60 মাত্র ৭.৯ মিলিমিটার পুরু ছিল, তাই উত্তরসূরি Edge 70 সম্ভবত ৭ মিলিমিটার বা তার থেকে বেশি স্লিম হবে।