Redmi 15C 5G লঞ্চের আগে 3C সার্টিফিকেশন সাইট থেকে পেল অনুমোদন, থাকবে 33W চার্জিং সাপোর্ট

Redmi 15C 5G লঞ্চের আগে একের পর এক বিভিন্ন সার্টিফিকেশন সাইট থেকে ছাড়পত্র লাভ করছে। এবার ফোনটি চীনের 3C সার্টিফিকেশন ওয়েবসাইটে অন্তর্ভুক্ত হয়েছে, যার মডেল নম্বর 2508CRN2BC। এখান থেকে ডিভাইসটির চার্জিং প্রযুক্তি সম্পর্কে জানা গেছে। কয়েকদিন আগে স্মার্টফোনটির রেন্ডার ও ফিচার ফাঁস হয়েছিল। এটি গত জানুয়ারিতে ভারতে আসা Redmi 14C 5G-এর আপগ্রেড ভার্সন হবে।

Redmi 15C 5G উপস্থিত হল 3C সার্টিফিকেশন সাইটে

চীনের এই সার্টিফিকেশন সাইট থেকে সামনে এসেছে যে, Redmi 15C 5G ফোনে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে, যা আগের রিপোর্টেও একই দাবি করা হয়েছিল। আশা করা যায়, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই হ্যান্ডসেটটি বাজারে আসতে চলেছে।

Redmi 15C 5G এর রেন্ডার

এর আগে রেডমি ১৫সি ৫জি এর রেন্ডার থেকে ডিভাইসটির ডিজাইন সম্পর্কে ধারণা পাওয়া গিয়েছিল। এটি তিনটি কালার অপশনে আসবে – গ্রিন, ল্যাভেন্ডার ও ব্ল্যাক। এর সামনে ওয়াটারড্রপ-স্টাইল নচ দেখা যাবে, যার‌ মধ্যে সেলফি ক্যামেরা থাকবে। আর পিছনে পাওয়া যাবে আয়তাকার ক্যামেরা মডিউল, যার মধ্যে তিনটি ক্যামেরা কাটআউট নজরে এসেছে। যদিও তৃতীয় কাটআউট শুধুই ডেকোরেটিভ হতে পারে।

Redmi 15C 5G এর ফিচার ও স্পেসিফিকেশন (সম্ভাব্য)

স্পেসিফিকেশনের কথা বললে, Redmi 15C 5G মডেলে ৬.৯ ইঞ্চি এলসিডি ডিসপ্লে থাকতে পারে, যার রেজোলিউশন হবে এইচডি প্লাস (৭২০x১২০০ পিক্সেল) এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ফোনটির প্রাইমারি রিয়ার ক্যামেরার রেজোলিউশন থাকবে ৫০ মেগাপিক্সেল। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। সিকিউরিটির জন্য এই ডিভাইসে থাকবে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

ইউরোপে রেডমির এই স্মার্টফোনটি দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে আসতে পারে – ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৪ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ। এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক হাইপারওএস ২.০ কাস্টম স্কিনে চলবে।

Photo Credit: xpertpick