মুখ্য সংবাদ

এবার ভারতে তৈরি হবে Nothing Phone (3a), মেক ইন ইন্ডিয়া অভিযানে বড় সাফল্য

Published on:

Nothing phone 3a will be made in india manufacture Chennai plant

নাথিং-এর নতুন স্মার্টফোন, Nothing Phone (3a), শীঘ্রই ভারত-সহ বিশ্ব বাজারে লঞ্চ হতে চলেছে। এই ডিভাইসটি ৪ মার্চ, ২০২৫-এ লঞ্চ হওয়ার কথা। নাথিং-এর তরফ থেকে সম্প্রতি ঘোষণা করা হয়েছে যে ভারতে তাদের চেন্নাই কারখানায় ডিভাইসটি তৈরি করা হবে। আরও লক্ষণীয় বিষয় হল, এই কারখানায় ৯৫%-এরও বেশি মহিলা কর্মী রয়েছে। নাথিং-এর এই পদক্ষেপ ভারত সরকারের ‘মেক ইন ইন্ডিয়া’-এর দৃষ্টিভঙ্গির সাথে সামঞ্জস্যপূর্ণ রাখতে চলেছে।

যদিও নাথিং এখনও স্মার্টফোন সম্পর্কে খুব বেশি তথ্য প্রকাশ করেনি। তবুও ব্যবহারকারীদের এই ডিভাইসটি থেকে ব্যাপক প্রত্যাশা রয়েছে। এ কথার বলার অপেক্ষা রাখে না যে, নাথিং ফোন (2a) নাথিংয়ের জন্য একটি বিরাট বড় সাফল্য। কারণ এটি ২০২৪ সালে কোম্পানির ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে।

কাউন্টারপয়েন্ট রিসার্চের একটি প্রতিবেদন অনুযায়ী, নাথিং ২০২৪ সালে সবচেয়ে দ্রুত বৃদ্ধি প্রকাশ করেছিল। ৫৭৭% এরও বেশি বৃদ্ধির পেয়েছে কোম্পানির বিক্রি। নাথিংয়ের নাথিং ফোন (2a) এবং CMF-এর মতো সাশ্রয়ী মূল্যের ডিভাইস লঞ্চের কারণে এই মাইলফলক অতিক্রম করতে পেরেছে কোম্পানিটি। পাশাপাশি, সম্প্রতি আয়ের নিরিখে ১ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে নাথিং। নাথিংয়ের জন্য এটি বিরাট মাইলস্টোন, কারণ ব্র্যান্ডটি মাত্র কয়েক বছর আগে ২০২০ সালে চালু হয়েছিল।

ভারতে এখন নাথিং-এর পাঁচটি এক্সক্লুসিভ সার্ভিস সেন্টার রয়েছে। যার মধ্যে রয়েছে দিল্লি, বেঙ্গালুরু, মুম্বাই, হায়দ্রাবাদ এবং চেন্নাই। এর পাশাপাশি, ভারতে ৩০০টি মাল্টি-ব্র্যান্ড সার্ভিস সেন্টার রয়েছে, যা নাথিং ফোন ব্যবহারকারীদের তাদের ডিভাইস মেরামত করতে সাহায্য করে। নাথিং গত বছরের শুরুতে ২০০০টি স্টোর থেকে বর্তমানে ৭,০০০ স্টোরে প্রসারিত করেছে।

সূত্রের খবর, নাথিং ফোন (3a) লন্ডনে ডিজাইন করা হবে এবং ভারতের চেন্নাইতে তৈরি করা হবে। ডিভাইসটি ফ্লিপকার্টের মাধ্যমে ৪ মার্চ, ২০২৫ তারিখে লঞ্চ হবে।