মুখ্য সংবাদ

কাল OnePlus 13 লঞ্চের আগেই কোনো শর্ত ছাড়াই 5100 টাকা ডিসকাউন্টে OnePlus 12

Published on:

oneplus-12-available-with-biggest-discount-ahead-of-oneplus-13-launch

আগামীকাল অর্থাৎ 7 জানুয়ারী ওয়ানপ্লাসের ফ্ল্যাগশিপ ফোন ওয়ানপ্লাস 13 লঞ্চ হতে চলেছে। কিন্তু এর আগে OnePlus 12 ফোনটি বিশাল ছাড় সহ লোভনীয় অফারের সাথে পাওয়া যাচ্ছে। ই-কমার্স সাইট ফ্লিপকার্টে, এই ফ্ল্যাগশিপ ডিভাইসটি কোনও শর্ত ছাড়াই 5,100 টাকা কম দামে কেনা যাচ্ছে। যারা কম দামে OnePlus 12 কেনার অপেক্ষায় রয়েছেন, তাদের জন্য এটা দুর্দান্ত সুযোগ।

OnePlus 12 এর সাথে সবচেয়ে বড় ছাড়

ওয়ানপ্লাস 12 স্মার্টফোনের 12 জিবি + 256 জিবি স্টোরেজ মডেলটি ফ্লিপকার্টে 59,899 টাকায় বিক্রি হচ্ছে। যেখানে ডিভাইসটি 64,999 টাকায় লঞ্চ হয়েছিল। অর্থাৎ, কোনও শর্ত ছাড়াই 5,100 টাকা ছাড় পাওয়া যাচ্ছে। এছাড়াও ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে পেমেন্টে 5% ক্যাশব্যাক দেওয়া হচ্ছে। সাথে রয়েছে নো-কস্ট ইএমআই অপশন।

WhatsApp Community Join Now

OnePlus 12 5G এর ফিচার ও স্পেসিফিকেশন

ওয়ানপ্লাস 12 5G স্মার্টফোনে আছে 6.82 ইঞ্চি ডিসপ্লে আছে। এই ডিসপ্লে LTPO+ প্যানেল, 120Hz রিফ্রেশ রেট, 4500 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। স্ক্রিনের প্রোটেকশনের জন্য এতে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 ব্যবহার করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের কথা বললে, ওয়ানপ্লাস 12 ফ্ল্যাগশিপ ডিভাইসে 5400mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি 100W ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।

পারফরম্যান্সের জন্য ওয়ানপ্লাস 12 5G হ্যান্ডসেটে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3 প্রসেসর দেওয়া হয়েছে। ক্যামেরার কথা বললে, এতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল 64 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স, 50 মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং 48 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য থাকছে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ফোনটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক অক্সিজেন ওএস কাস্টম স্কিনে চলে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন