মুখ্য সংবাদ

কাল লঞ্চ হচ্ছে OnePlus 13R, তার আগেই দাম কমলো OnePlus 12R ফোনের

Published on:

OnePlus 12R price cut ahead of tomorrow OnePlus 13R india launch

ওয়ানপ্লাস আগামীকাল তাদের নতুন ফ্ল্যাগশিপ সিরিজ OnePlus 13 লঞ্চ করতে চলেছে। 7 জানুয়ারী একটি ইভেন্টে ওয়ানপ্লাস 13 ও ওয়ানপ্লাস 13R এর উপর থেকে পর্দা সরানো হবে। তবে তার আগে OnePlus 12 এবং OnePlus 12R এর উপর বাম্পার ছাড়ের ঘোষণা করল ওয়ানপ্লাস। ফলে আপনি যদি মিডরেঞ্জ সেগমেন্টে একটি ভালো ফোন খোঁজ করে থাকেন, তাহলে OnePlus 12R বেছে নিতে পারেন।

অনলাইন শপিং প্ল্যাটফর্ম অ্যামাজনে OnePlus 12R লঞ্চের সময়ের চেয়ে অনেক কম দামে তালিকাভুক্ত আছে। আবার ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে পেমেন্টে এর 8 জিবি র‌্যাম এবং 256 জিবি স্টোরেজের ভ্যারিয়েন্টটি 39,999 টাকায় কেনা যাবে। এতে 5500mAh ক্ষমতা সম্পন্ন একটি বড় ব্যাটারি রয়েছে, যা 100W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

WhatsApp Community Join Now

OnePlus 12R কিনুন বাম্পার ছাড়ে

ওয়ানপ্লাস 12R এর 8 জিবি র‌্যাম এবং 256 জিবি স্টোরেজ স্মার্টফোনটি এখন ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজনে ছাড়ের সাথে 42,999 টাকায় তালিকাভুক্ত আছে এবং নির্বাচিত ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 3000 টাকা ছাড় পাওয়া যাবে। এর পর ডিভাইসটির দাম পড়বে 40 হাজার টাকার কম। উল্লেখ্য ফ্লিপকার্টেও ডিভাইসটি 40,000 টাকার কম দামে পাওয়া যাচ্ছে এবং ব্যাঙ্ক অফারের সুবিধাও রয়েছে।

আবার পুরানো ফোন এক্সচেঞ্জ করলে 27,350 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। তবে এক্সচেঞ্জ ভ্যালু নির্ভর করবে পুরানো ফোনের মডেল এবং এর অবস্থার ওপর। ডিভাইসটি সানসেট ডিউন, আয়রন গ্রে এবং কুল ব্লু কালার অপশনে পাওয়া যাচ্ছে।

OnePlus 12R ফিচার ও স্পেসিফিকেশন

ওয়ানপ্লাস 12R স্মার্টফোনে 6.78-ইঞ্চি LTPO AMOLED ডিসপ্লে আছে যা 120Hz রিফ্রেশ রেট এবং 4500 নিটস পিক ব্রাইটনেস অফার করে। এই ডিসপ্লে এইচডিআর 10+ এবং ডলবি ভিশন সাপোর্ট করে এবং এতে গরিলা গ্লাস ভিক্টাস 2 রয়েছে। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 2 প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা সেন্সর সহ ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান।

আর 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ আসা OnePlus 12R ফোনে 5500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি 100W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কোম্পানির তরফে দাবি করা হয়েছে, মাত্র 26 মিনিটেই ফোনটি ফুল চার্জ হয়ে যাবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন