দেশে লঞ্চ হয়েছে OnePlus 13 সিরিজ। এই সিরিজে রয়েছে OnePlus 13 এবং OnePlus 13R স্মার্টফোন। একগুচ্ছ এআই ফিচার, নতুন সিলিকন ন্যানোস্ট্যাক ব্যাটারি এবং Qualcomm Snapdragon 8 Elite প্রসেসর নিয়ে হাজির হয়েছে এই সিরিজ। তবে চমক আরও এক জায়গায় রয়েছে। Jio এর সঙ্গে অংশীদারিত্বে লঞ্চ করা হয়েছে স্মার্টফোন দুটি। এই সিরিজে পাওয়া যাবে Jio এর 5.5G পরিষেবা। যেখানে 1Gbps স্পিডে ইন্টারনেট উপভোগ করতে পারবেন ইউজাররা।
এদিন ওয়ানপ্লাসের সিনিয়র গ্লোবাল পিআর ম্যানেজার জেমস প্যাটারসন জানিয়েছেন যে, অত্যাধুনিক 5.5G প্রযুক্তি OnePlus 13 সিরিজের ডিভাইসগুলিকে তিনটি ভিন্ন নেটওয়ার্ক সেলের সাথে সংযোগ করতে সাহায্য করবে। একই সাথে, দ্রুত সংযোগের ফলে সামগ্রিক কর্মক্ষমতা উন্নত হয়েছে। তিনি আরও বলেন, ইউজাররা উচ্চ গতির ইন্টারনেট স্পিডের কারণে সর্বদা আপটুডেট থাকতে পারবেন।
কী সুবিধা পাওয়া যাবে?
লঞ্চের সময়, OnePlus থাদের 5.5G ক্ষমতা প্রদর্শন করেছে। 5G-অ্যাডভান্সড (5.5G) 3CC ব্যবহার করে রিলায়েন্স জিও’র নেটওয়ার্কে 1,014.86 Mbps ডাউনলিংক গতির বিপরীতে নন-3CC (কম্পোনেন্ট ক্যারিয়ার) জিও নেটওয়ার্কে 277.78 Mbps এর ডাউনলিংক গতি দেখা গেছে। জিও এর ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুসারে, ভারতে True 5G ব্যবহারকারীরা 1 Gbps পর্যন্ত গতি পান। এর জন্য 5G স্ট্যান্ডঅ্যালোন আর্কিটেকচারে পরিষেবা চালু করা হয়েছে।
5.5G পরিষেবা কী?
5.5G বা একে 5G-অ্যাডভান্সডও বলা হয়। এটি হল 5G প্রযুক্তির উন্নত ধাপ। যেখানে উচ্চ গতি, কম লেটেন্সি, উন্নত নেটওয়ার্ক নির্ভরযোগ্যতা, প্রসারিত সংযোগ এবং সমন্বিত বুদ্ধিমত্তা পাওয়া যায়। 5G-অ্যাডভান্সড-এর বাণিজ্যিক রোলআউট রিলিজ 18 দিয়ে শুরু হয়েছে। এটি পূর্ববর্তী রিলিজের (15, 16, এবং 17) উপর ভিত্তি করে তৈরি করেছে কোম্পানি। এরিকসনের অনুমান, 2028 সালের মধ্যে রিলিজ 21 চালু হবে। যেখানে এর থেকেও দ্রুত গতিতে ইন্টারনেট পরিষেবা পাওয়া যাবে।