Oppo Find X9 Pro ও Oppo Find X9 অসাধারণ ক্যামেরা সহ লঞ্চ হল, রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 9500 প্রসেসর

ওপ্পো আজ চীনে প্রত্যাশামতোই Find সিরিজের অধীনে Oppo Find X9 ও Oppo Find X9 Pro ফোন দুটি লঞ্চ করেছে। এই ডিভাইসগুলি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৫০০ প্রসেসর দ্বারা চালিত। দুটি ফোনেই হ্যাসেলব্লাড সাপোর্টেড ক্যামেরা ইউনিট এবং ৫০ মেগাপিক্সেলের Sony LYT 828 প্রাইমারি সেন্সর রয়েছে। Pro ভ্যারিয়েন্টে ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স ও স্ট্যান্ডার্ড মডেলে ৫০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা পাওয়া যাবে। আর ধুলো এবং জল প্রতিরোধের জন্য ডিভাইসগুলি IP66, IP68 এবং IP69 রেটিং প্রাপ্ত। আসুন Oppo Find X9 ও Oppo Find X9 Pro দুটির দাম এবং স্পেসিফিকেশন বিশদে জেনে নেওয়া যাক।

Oppo Find X9 Pro এবং Oppo Find X9 এর দাম

Oppo Find X9 ফোনের ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৪,৩৯৯ ইউয়ান (প্রায় ৫৪,৩০০ টাকা)। অন্যদিকে ১৬ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ মডেলগুলি যথাক্রমে ৪,৬৯৯ ইউয়ান (প্রায় ৫৮,০০০ টাকা) এবং ৪,৯৯৯ ইউয়ান (প্রায় ৬১,৭০০ টাকা) মূল্যে পাওয়া যাচ্ছে। আর ১৬ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র‌্যাম + ১ টিবি স্টোরেজ ভ্যারিয়েন্টগুলি যথাক্রমে ৫,২৯৯ ইউয়ান (প্রায় ৬৫,৪০০ টাকা) এবং ৫,৭৯৯ ইউয়ান (প্রায় ৭১,৬০০ টাকা) দামে উপলব্ধ।

অন্যদিকে, Oppo Find X9 Pro এর বেস ১২ জিবি + ২৫৬ জিবি ভার্সনটি ৫,২৯৯ ইউয়ান (প্রায় ৬৫,৪০০ টাকা) দামে লঞ্চ করা হয়েছে। এছাড়া, এর ১২ জিবি + ৫১২ জিবি, ১৬ জিবি + ৫১২ জিবি এবং ১৬ জিবি + ১ টিবি মডেলগুলির মূল্য যথাক্রমে ৫,৬৯৯ ইউয়ান (প্রায় ৭০,৩০০ টাকা), ৫,৯৯৯ ইউয়ান (প্রায় ৭৪,১০০ টাকা) এবং ৬,৬৯৯ ইউয়ান (প্রায় ৮২,৭০০ টাকা)।

Oppo Find X9 Pro এবং Oppo Find X9 ফোনের স্পেসিফিকেশন

Oppo Find X9 Pro মডেলটি ৬.৭৯ ইঞ্চির ১.৫কে (২,৭৭২×১,২৭২ পিক্সেল) এলটিপিও ডিসপ্লে সহ এসেছে। অন্যদিকে, স্ট্যান্ডার্ড Find X9 হ্যান্ডসেটে আছে ৬.৫৯ ইঞ্চির ১.৫কে (২,৭৬০×১,২৫৬ পিক্সেল) ডিসপ্লে। উভয় স্ক্রিনই ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট এবং ১,৮০০ নিট গ্লোবাল পিক ব্রাইটনেস অফার করে। আর এগুলির ৩,৬০০ নিট লোকাল পিক ব্রাইটনেস স্ক্রিনের ২০ শতাংশে পৌঁছায়। ফাইন্ড সিরিজের হ্যান্ডসেটগুলির প্রোএক্সডিআর ডিসপ্লেগুলি এইচডিআর-সক্ষম, এইচডিআর ভিভিড, ডলবি ভিশন এবং এইচডিআর১০+ সাপোর্ট করে এবং এগুলিতে ফুল-স্ক্রিন অলয়েজ-অন ডিসপ্লে ফিচার অন্তর্ভুক্ত রয়েছে।

পারফরম্যান্সের জন্য, Oppo Find X9 Pro ও Oppo Find X9 স্মার্টফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৫০০ চিপসেট, সর্বাধিক ১৬ জিবি র‍্যাম এবং ১ টিবি পর্যন্ত ইন-বিল্ট স্টোরেজ রয়েছে। ডিভাইসগুলি অ্যান্ড্রয়েড ১৬-ভিত্তিক কালারওএস ১৬ কাস্টম স্কিনে চলে এবং এই ওএসে বেশ কয়েকটি এআই (AI)-সাপোর্টেড প্রোডাক্টিভিটি এবং ইমেজিং টুল মিলবে।

ফটোগ্রাফির জন্য, Oppo Find X9 মডেলে ৫০ মেগাপিক্সেল Sony LYT-828 প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল Sony LYT-600 পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং ৫০ মেগাপিক্সেল Samsung JN5 আল্ট্রাওয়াইড ক্যামেরা উপস্থিত। আর সেলফি এবং ভিডিও কলের জন্য হ্যান্ডসেটের সামনে ৩২ মেগাপিক্সেল সেন্সর বিদ্যমান। Oppo Find X9 Pro ফোনে একই রকম প্রাইমারি এবং আল্ট্রাওয়াইড ক্যামেরা পাওয়া যাবে, পাশাপাশি এতে ৩x ডিজিটাল জুম ক্ষমতা সহ ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স যুক্ত রয়েছে। আর সেলফির জন্য, ফোনের সামনের দিকে ৫০ মেগাপিক্সেল সেন্সর আছে।

পাওয়ার ব্যাকআপের জন্য, Oppo Find X9 Pro এবং Oppo Find X9 মডেলে যথাক্রমে ৭,৫০০ এমএএইচ এবং ৭,০২৫ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, উভয়ই ৮০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এগুলি ধুলো এবং জল থেকে সুরক্ষার জন্য আইপি৬৬, আইপি৬৮ ও আইপি৬৯ রেটিংয়ের সাথে এসেছে। ফোনগুলির কানেক্টিভিটি অপশনগুলির মধ্যে রয়েছে ৫জি, ৪জি এলটিই, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস এবং ইউএসবি টাইপ-সি পোর্ট।