গত কয়েক সপ্তাহ ধরে শোনা যাচ্ছিল Oppo Pad 5 সিরিজ শীঘ্রই বাজারে আসতে চলেছে। সেইমতো আজ কোম্পানির তরফে নিশ্চিত করা হয়েছে যে আগামী মাসে এই সিরিজটি লঞ্চ হবে। গত এপ্রিলে Oppo Pad 4 Pro ট্যাবটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপ সহ চীনে আত্মপ্রকাশ করেছিল। তবে আসন্ন মডেলে মিডিয়াটেক প্রসেসর থাকবে বলে নিশ্চিত করা হয়েছে। আসুন Oppo Pad 5 সর্ম্পকে এখনও পর্যন্ত আর কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।
চীনা টেক ব্র্যান্ডটি সম্প্রতি একটি ছোট টিজার ট্রেলার শেয়ার করেছে, যেখানে Oppo Pad 5 ট্যাবটিকে দেখানো হয়েছে। ভিডিওটি থেকে স্পষ্ট যে ট্যাবলেটটি মাল্টিমিডিয়া এবং প্রোডাক্টিভিটি পাওয়ার হাউস হিসেবে আসবে। এতে উচ্চমানের হার্ডওয়্যার ব্যবহার করা হবে। টিজার অনুযায়ী, ডিভাইসটিতে কোনও বাধা ছাড়াই এক ডজন অ্যাপ খোলা যাবে এবং সিনেমা ও পেশাদার কাজের জন্য এতে বড় স্ক্রিন থাকবে।
কিন্তু পূর্বসূরির মতো Oppo Pad 5 ট্যাবে কোয়ালকম চিপ নয়, বরং একটি ফ্ল্যাগশিপ মিডিয়াটেক প্রসেসর ব্যবহার করা হবে, যা অত্যাধুনিক কর্মক্ষমতা প্রদান করবে। যদিও টিজারটি এর স্পেসিফিকেশন বা ফিচারগুলি প্রকাশ করেনি, তবে আগের একটি রিপোর্ট দাবি করা হয়েছে যে Oppo Pad 5 ট্যাবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্লাস প্রসেসর থাকবে। আর এতে দেওয়া হবে ১২.১ ইঞ্চির লম্বা এলসিডি প্যানেল, যার রেজোলিউশন ৩কে এবং রিফ্রেশ রেট হবে ১৪৪ হার্টজ। পাওয়ার ব্যাকআপের জন্য, এতে ১০,৩০০ এমএএইচ ব্যাটারি থাকবে, যা ৬৭ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
Oppo Pad 5 একাধিক স্টোরেজ কনফিগারেশনে আসবে বলে শোনা যাচ্ছে। যার মধ্যে থাকবে ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ। ব্র্যান্ডটি এই ট্যাবলেটটিকে পার্পেল, সিলভার এবং গ্রে কালার অপশনে বাজারে আনবে। এই মডেলটি ১৬ অক্টোবর Oppo Find X9 সিরিজের সাথে লঞ্চ হবে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.