মুখ্য সংবাদ

Pan Card 2.0: প্যান কার্ড ২.০ নিয়ে দেশজুড়ে জালিয়াতি, UPI ব্যবহারকারীদের সতর্ক করল NPCI

Published on:

Pan card 2 0 scam spreading npci big warning for upi users

সম্প্রতি প্যান কার্ড ২.০ প্রকল্প চালু করেছে কেন্দ্র। এই নথি বাধ্যতামূলক না হলেও, কেন্দ্রের তরফে এটি নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। এই প্রকল্পে প্যান কার্ড পরিষেবা আরও সংগঠিত করা হয়েছে। তবে বাড়তে থাকা সাইবার জালিয়াতির নিশানায় এবার এই প্যান কার্ড ২.০ (Pan Card 2.0)। যা নিয়ে UPI ব্যবহারকারীদের সতর্ক করল ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)।

প্যান কার্ড ২.০ প্রতারণা কী?

NPCI, তাদের অফিসিয়াল এক্স (পূর্বে টুইটার নামে পরিচিত) হ্যান্ডেলে ব্যবহারকারীদের একটি নতুন জালিয়াতির বিষয়ে অবহিত করেছে। যেখানে প্রতারকরা “প্যান কার্ড ২.০ আপগ্রেড” এর নামে লোকেদের থেকে ব্যাঙ্কিং এবং ব্যক্তিগত তথ্য শেয়ার করার জন্য প্রতারণা করছে।

যে রকম জালিয়াতি মেসেজ পেতে পারেন

“আপনার প্যান কার্ড ব্লক করা হয়েছে। Pan Card 2.0-এ আপগ্রেড করতে হলে, আপনার আধার নম্বর এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ প্রদান করুন।” অনেক মানুষ এই প্রতারণার ফাঁদে পা দিয়ে, অজান্তেই সাইবার অপরাধীদের কাছে তাদের আর্থিক তথ্য দিয়ে ফেলছে।

সতর্ক থাকার জন্য –

এসএমএস, ইমেল বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আসা অজানা লিঙ্কগুলিতে কখনও ক্লিক করবেন না।

আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ, প্যান বা আধার নম্বর কারও সাথে শেয়ার করবেন না।

আপনার প্যান কার্ড আপগ্রেড করার দাবি করে সন্দেহজনক বার্তাগুলি এড়িয়ে চলুন এবং মুছে ফেলুন।

ব্যক্তিগত আর্থিক বিবরণ চাওয়া কল বা টেক্সট থেকে সতর্ক থাকুন।

সর্বদা NPCI, ব্যাঙ্ক বা সরকারি ওয়েবসাইটের মতো সরকারি জায়গা থেকে সরাসরি তথ্য যাচাই করুন।

এর পাশাপাশি NPCI জনগণকে এই সতর্কতাটি বন্ধুবান্ধব এবং পরিবারের সাথে শেয়ার করার আহ্বান জানিয়েছে। একটি ক্যাম্পেইনও চালু করা হয়েছে যার স্লোগান, “ম্যায় মুরখ নাহি হুঁ” (আমি বোকা নই)।