Google Pay, PhonePe, Paytm-সহ একাধিক ইউপিআই অ্যাপের ব্যবহারকারীদের জন্য বড় খবর। ১ এপ্রিল থেকে কাজ করবে না UPI। এদিন, ডিজিটাল লেনদেনে জনপ্রিয় প্ল্যাটফর্ম ইউনাইটেড পেমেন্ট ইন্টারফেস (UPI) নিয়ে বড় বার্তা জারি করল ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)।
এনপিসিআই জানিয়েছে, যদি UPI-এর সাথে সংযুক্ত মোবাইল নম্বরগুলি দীর্ঘ সময় ধরে সক্রিয় না থাকে, তাহলে সেগুলি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সরিয়ে ফেলা হবে। ব্যবহারকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটি যদি কোনও নিষ্ক্রিয় মোবাইল নম্বরের সাথে সংযুক্ত থাকে, তাহলে এটি মুছে ফেলা হবে এবং UPI পেমেন্ট করার সময় অসুবিধায় পড়তে পারেন।
১ এপ্রিল থেকে বন্ধ হবে ইউপিআই
কেন এই সিদ্ধান্ত নিচ্ছে এনপিসিআই? জানা গিয়েছে, সাইবার অপরাধের ক্রমবর্ধমান ঘটনাগুলির প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থাটি উল্লেখ করেছে যে, নিষ্ক্রিয় মোবাইল নম্বরগুলি ব্যাঙ্কিং এবং UPI সিস্টেমের মধ্যে প্রযুক্তিগত ত্রুটি তৈরি করতে পারে। যদি টেলিকম প্রদানকারীরা এই নম্বরগুলি অন্য কাউকে পুনরায় বরাদ্দ করে, তাহলে এটি জালিয়াতির সম্ভাবনাও বাড়িয়ে তোলে।
সরকারের মূল দায়িত্ব হল নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং এই ধরনের ঝুঁকি থেকে তাদের রক্ষা করা। তাই UPI লেনদেন করার জন্য আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে একটি সক্রিয় মোবাইল নম্বর সংযুক্ত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই নম্বরটি লেনদেনের সময় একটি মূল শনাক্তকারী হিসেবে কাজ করে। তাছাড়া এটি নিশ্চিত করে যে, অর্থপ্রদানের সময় তা নির্ধারিত প্রাপকের কাছে পৌঁছায়।
কী করতে হবে?
যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে সংযুক্ত কোনও মোবাইল নম্বর থাকে, যা বর্তমান সক্রিয় নেই অথবা অনেক দিন ধরে রিচার্জ করা হয়নি, তাহলে আপনার টেলিকম প্রোভাইডার (যেমন Jio, Airtel, Vi, অথবা BSNL) এর সাথে যোগাযোগ করুন। নিশ্চিত করতে হবে যে, নম্বরটি এখনও আপনার নামে সক্রিয় আছে কিনা। যদি তা না থাকে, তাহলে অবিলম্বে পুনরায় সক্রিয় করতে হবে অথবা একটি নতুন মোবাইল নম্বর দিয়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপডেট করতে হবে।