সুমন পাত্র, কলকাতা: হাই-পারফরম্যান্স স্মার্টফোন ব্র্যান্ড iQOO তাদের ভারতীয় শাখার জন্য চিফ গেমিং অফিসার বা CGO পদে নিয়োগের জন্য আবেদনপত্র নেওয়ার ঘোষণা করল। এটি এমন একটি কাঙ্ক্ষিত পদ যা ১০ লক্ষ টাকা পুরস্কার এবং ভারতে মোবাইল গেমিংয়ের ভবিষ্যত গঠনের সুযোগ প্রদান করে। ৬ মাসের জন্য যোগ্য এবং উত্তীর্ণ প্রার্থী ওই কাজে বহাল থাকবেন। আর এই ৬ মাসের কাজের জন্যই প্রার্থীকে ১০ লক্ষ টাকা বেতন দেবে সংস্থা।
এটি জুলাই থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ছয় মাসের ফুল-টাইম পজিশন বা পূর্ণকালীন পদ। নির্বাচিত সিজিও-কে আইকিউ-এর গুরুগ্রাম অফিসে থেকে কাজ করতে হবে। গেমিং-সম্পর্কিত কার্যকলাপে সক্রিয়ভাবে জড়িত থাকবেন তিনি। এই পদের জন্য সম্পূর্ণ নিষ্ঠার প্রয়োজন, যার অর্থ প্রার্থীরা এই সময়ের মধ্যে অন্য কোনও চাকরি নিতে পারবেন না।
আইকিউ চিফ গেমিং অফিসার পদে আবেদন করার জন্য, প্রার্থীদের নিম্নলিখিত প্রয়োজনীয়তা পূরণ করতে হবে:
১. ১৮ থেকে ২৫ বছরের মধ্যে বয়স হতে হবে।
২. প্রতিযোগী স্মার্টফোন ব্র্যান্ডের সাথে কোনও সম্পর্ক থাকলে চলবে না।
৩. পূর্বে কোনও পেশাদার অভিজ্ঞতার প্রয়োজন নেই, তবে গেমিংয়ের প্রতি প্রবল আগ্রহ, সৃজনশীলতা এবং শিল্পের জ্ঞান গুরুত্বপূর্ণ।
আইকিউ এই পদের জন্য ছয় মাসে মোট ১০ লক্ষ টাকা সমানভাবে প্রদান করবে, যা নিয়োগের শর্তাবলী এবং প্রযোজ্য কর আইন সাপেক্ষে। নির্বাচন প্রক্রিয়া কঠিন হবে, যার মধ্যে একাধিক রাউন্ডে প্রার্থীর যোগ্যতা যাচাই করা হবে।
রেজিস্ট্রেশন ফর্ম – প্রার্থীদের প্রথমে আবেদন ফর্ম পূরণ করে রেজিস্ট্রেশন করতে হবে।
বিস্তারিত এন্ট্রি জমা – আবেদনকারীরা তাদের গেমিং অভিজ্ঞতা, অর্জন এবং শিল্পের অন্তর্দৃষ্টি সম্পর্কে বিশদ জমা দেবেন।
গেমিং রাউন্ড – এই পর্যায়ে গেমিং দক্ষতা, প্রতিক্রিয়ার গতি এবং কৌশল পরীক্ষা করা হবে।
গ্রুপ ডিসকাসন – অংশগ্রহণকারীরা দলগত কাজ, যোগাযোগ ও শিল্পজ্ঞান মূল্যায়নের জন্য আলোচনায় অংশগ্রহণ করবেন।
চূড়ান্ত অডিশন – সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীরা কোম্পানির জুরি বিচারকদের মুখোমুখি হবেন, যারা তাদের সামগ্রিক সম্ভাবনা মূল্যায়ন করবেন।
আগ্রহী প্রার্থীরা iQOO-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করে আবেদন করতে পারবেন। ওয়েবসাইটের লিঙ্ক হল https://www.iqoo.com/in/activity/cgo। বর্তমানে একটি স্মার্টফোন গেম খেলার জন্য কতটা উপযুক্ত, তা নবীন প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। তাই ফোনে গেম খেলে পরীক্ষা করে দেখা এবং ইমপ্রুভমেন্টের জন্য পরামর্শের প্রয়োজন পড়ছে। আর এই সব পরখ করতে চিফ গেমিং অফিসার নিয়োগ করছে আইকিউ।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.