মুখ্য সংবাদ

Poco X7 5G সিরিজ লঞ্চের আগেই ধামাকা, কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন অক্ষয় কুমার

Published on:

Poco appoints Akshay Kumar brand ambassador ahead of poco x7 series launch tomorrow

বলিউড অভিনেতা অক্ষয় কুমারকে অ্যাম্বাসেডর বানালো Poco। সংস্থার পক্ষ থেকে Poco X7 সিরিজ লঞ্চ হওয়ার ঠিক একদিন আগে এই ঘোষণা করা হয়েছে। আগামীকাল অর্থাৎ 9 জানুয়ারি বিকেল 5:30 টায় এই স্মার্টফোন সিরিজ ভারতে লঞ্চ হবে এবং ডিভাইসগুলি মিডরেঞ্জ অত্যাধুনিক ফিচার অফার করবে।

সংস্থাটি ‘Made of MAD’ দর্শন বা ফিলোজফির কারণে অক্ষয় কুমারকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছে। ব্র্যান্ডটি Poco X7 Pro 5G ফোনের টিজারে এই কথা জানিয়েছে। এর পাশাপাশি জানানো হয়েছে যে পোকো X7 সিরিজে একাধিক দুর্দান্ত ফিচার পাওয়া যাবে এবং এগুলিতে প্রিমিয়াম ডিজাইনের পাশাপাশি মজবুত বিল্ড কোয়ালিটি থাকবে।

WhatsApp Community Join Now

সেগমেন্টের সবচেয়ে বড় ব্যাটারি থাকবে Poco X7 সিরিজে

পোকোর নতুন লাইনআপের স্পেসিফিকেশন সম্পর্কে বললে, পোকো X7 টেকসই বিল্ড-কোয়ালিটির সাথে 1.5K অ্যামোলেড 3D কার্ভড ডিসপ্লে অফার করবে। আর সিরিজের পোকো X7 প্রো 5G ডিভাইসে 6550mAh ব্যাটারি থাকবে। এতে সলিড ইলেক্ট্রোলাইট ও উন্নত সিলিকন কার্বন প্রযুক্তি ব্যবহার করেছে সংস্থাটি। এছাড়া এই সিরিজ হবে ভারতে শাওমির প্রথম ফোন, যেখানে হাইপারওএস 2.0 সফটওয়্যার পাওয়া যাবে। পোকো X7 সিরিজের ফোনে বিশেষ এআই ফিচার থাকবে। আবার ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ মিলবে।

Poco X7 সিরিজের সম্ভাব্য দাম

রিপোর্ট অনুযায়ী, পোকো X7 প্রো 5G-র দাম 30 হাজার টাকার কম রাখা হতে পারে। আবার পোকো X7 5G 20,000 টাকারও কম দামে লঞ্চ হতে পারে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন