অভিজ্ঞতার কাছে ক্লিন বোল্ড সাহসিকতা, আইপিএলে ভুবনেশ্বর বনাম সূর্যবংশীর জমজমাট লড়াই

মাত্র ১৪ বছর বয়সে আইপিএলে পা রেখে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। লখনউ সুপার জায়ান্টসের (LSG) বিরুদ্ধে নিজের প্রথম ম্যাচে প্রথম বলেই ছয় মেরে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন এই কিশোর প্রতিভা। অভিষেক ম্যাচে মাত্র ২০ বলে ৩৪ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। তবে দ্বিতীয় ম্যাচে, অভিজ্ঞতার কাছে হার মানলেন এই সাহসী তরুণ।

বৃহস্পতিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচে রাজস্থান রয়্যালসের হয়ে ওপেন করতে নামেন সূর্যবংশী। বিরাট কোহলিদের ২০৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে আগ্রাসী সূচনার চেষ্টা করেন সূর্যবংশী। যদিও তিনি বড় ইনিংস খেলতে পারেননি। তার ১৬ রানের ছোট্ট ইনিংসে ছিল ভুবনেশ্বর কুমারের বিরুদ্ধে দুটি বিশাল ছয়।

এরমধ্যে প্রথমটি স্কোয়ার লেগের ওপর দিয়ে এবং দ্বিতীয়টি ফাইন লেগের বাইরে পুল করে ছয় মারেন তিনি। তবে ৩৫ বছর বয়সী অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর শুরুতে কিছুটা চাপে পড়লেও পরে অভিজ্ঞতার জোরে সূর্যবংশীকে ক্লিন বোল্ড করে দেন।

ভুবনেশ্বরের একটি মাপা লেংথ বল সরাসরি মিডল স্টাম্পে লাগে সূর্যবংশীর। তবে তার আগে সূর্যবংশী ও যশস্বী জয়সওয়াল মিলে ওপেনিং জুটিতে ৫২ রান যোগ করেন। যশস্বী করেন ১৯ বলে ৪৯ রান, যেখানে ছিল ৭টি চার ও ৩টি ছয়।

বিহারের বৈভব সূর্যবংশীর জন্ম ২০১১ সালের ২৭ মার্চ, এখনো স্কুলের ছাত্র তিনি। ১৪ বছর ২৩ দিন বয়সে আইপিএলে অভিষেক করে সবচেয়ে কম বয়সে খেলার রেকর্ড গড়েছেন তিনি। গোটা ক্রিকেট বিশ্ব তার আত্মবিশ্বাস ও সাহসিকতার প্রশংসায় পঞ্চমুখ।