অপেক্ষা শেষ, Realme GT 8 সিরিজ 200 মেগাপিক্সেল ক্যামেরা সহ অক্টোবরে লঞ্চ হচ্ছে

রিয়েলমির অনুরাগীদের জন্য সুখবর। আগামী মাসেই বাজারে আসতে চলেছে GT সিরিজের নতুন স্মার্টফোন। ব্র্যান্ডের তরফে ঘোষণা করা হয়েছে যে Realme GT 8 সিরিজ অক্টোবরে লঞ্চ হবে। এই সিরিজে দুটি হ্যান্ডসেট অন্তর্ভুক্ত থাকবে। ইতিমধ্যেই ফোনগুলির প্রি-অর্ডার শুরু হয়েছে। রিয়েলমি জানিয়েছে যে, ক্রেতারা এখনই প্রি-অর্ডার করলে বিভিন্ন সুবিধা পাবেন। কোম্পানির এক কর্মকর্তাও সম্প্রতি জানিয়েছিলেন যে, এই লাইনআপটি শীঘ্রই লঞ্চ হবে, যার অধীনে Realme GT 8 এবং Realme GT 8 Pro মডেল দুটি বাজারে আসবে।

Realme GT 8 সিরিজ আগামী মাসে চীনে লঞ্চ হচ্ছে

রিয়েলমি তাদের অফিসিয়াল উইবো (চীনা মাইক্রো ব্লগিং সাইট) অ্যাকাউন্ট থেকে পোস্ট করে ঘোষণা করেছে যে, Realme GT 8 সিরিজটি অক্টোবরে চীনে লঞ্চ হবে। তবে লঞ্চের নির্দিষ্ট তারিখ এখনও নিশ্চিত করা হয়নি। রিয়েলমির ভাইস প্রেসিডেন্ট চেজ জু সম্প্রতি ইঙ্গিত দিয়েছিলেন যে Realme GT 8 সিরিজ শীঘ্রই বাজারে পা রাখবে।

আগেই বলেছি, Realme GT 8 সিরিজের প্রি-অর্ডার চীনে শুরু হয়ে গেছে। যদিও বিনামূল্যে আসন্ন ডিভাইস দুটি প্রি-বুকিং করা যাবে, তবে কোম্পানি জানিয়েছে, অল্প ফি প্রদানকারী ক্রেতারা অতিরিক্ত সুবিধা পাবেন।

Realme GT 8 সিরিজের স্পেসিফিকেশন (সম্ভাব্য)

একটি সাম্প্রতিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, রিয়েলমি জিটি ৮ সিরিজে ২০০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা থাকতে পারে। এতে ফ্ল্যাট ২কে অ্যামোলেড ডিসপ্লেও দেখা যেতে পারে। পারফরম্যান্সের জন্য ডিভাইসগুলিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপসেট ব্যবহার করা হবে। এই প্রসেসরটি চলতি সপ্তাহে লঞ্চ হবে।

রিপোর্টে আরও বলা হয়েছে যে, Realme GT 8 মডেলে ৬.৬ ইঞ্চির স্ক্রিন থাকবে এবং এটি ৭,০০০ এমএএইচ ব্যাটারি অফার করবে। সিকিউরিটির জন্য, ডিভাইসটিতে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেড করা থাকবে বলেও জানা গেছে।