Jio-র ৮৪ দিনের দুর্দান্ত রিচার্জ প্ল্যান, আনলিমিটেড কল, ইন্টারনেট সহ OTT সাবস্ক্রিপশন

ভারতীয় টেলিকম বাজারে এখন একচ্ছত্র আধিপত্য Reliance Jio-র। দেশজুড়ে ৪৬ কোটিরও বেশি সক্রিয় গ্রাহক নিয়ে জিও এখন ভারতের নম্বর ওয়ান অপারেটর। কম খরচে বেশি সুবিধা দিয়ে সংস্থাটি গ্রাহকদের মন জয় করে নিয়েছে। Jio-র প্রায় প্রতিটি রিচার্জ প্ল্যানের সাথেই আনলিমিটেড কল, ফ্রি ডেটা, আর নানা ওটিটি সাবস্ক্রিপশন পাওয়া যায়। আর ভ্যালিডিটির কথা বললে, সংস্থার ৮৪ দিনের প্ল্যানগুলি বেশি পছন্দ করে গ্রাহকরা। এই প্রতিবেদনে আমরা আমরা Jio-র এমন দুটি প্ল্যান সম্পর্কে বলবো, যেগুলি ৮৪ দিনের ভ্যালিডিটি দিলেও দামের পার্থক্য মাত্র ১ টাকা।

Jio-র ৮৪ দিনের রিচার্জ প্ল্যান

রিলায়েন্স জিওর ১,০২৯ টাকার একটি রিচার্জ প্ল্যান অফার করে। ৮৪ দিনের ভ্যালিডিটি সহ এই প্ল্যানে প্রতিদিন ২ জিবি হাই-স্পিড ডেটা দেওয়া হয়, অর্থাৎ মোট ১৬৮ জিবি ডেটা উপভোগ করা যায়। সঙ্গে আছে আনলিমিটেড ফ্রি কলিং, সারা ভারতে ফ্রি ন্যাশনাল রোমিং এবং প্রতিদিন ১০০টি ফ্রি এসএমএস পাঠানোর সুবিধা। এর সাথে ১০২৯ টাকার জিও প্ল্যানে আপনি পাবেন অ্যামাজন প্রাইম ভিডিও-র ফ্রি সাবস্ক্রিপশন, সঙ্গে জিও টিভি ও জিও ক্লাউড অ্যাপ ব্যবহারের সুবিধাও।

তবে এই প্ল্যানের অন্যতম সেরা আকর্ষণ আনলিমিটেড ৫জি ডেটা উপভোগের সুবিধা। যদিও এই সুযোগ কেবলমাত্র সেইসব গ্রাহকরাই পাবেন, যাদের কাছে ৫জি-সমর্থিত স্মার্টফোন রয়েছে এবং যারা জিও-র ৫জি নেটওয়ার্কের আওতায় রয়েছেন।

এদিকে রিলায়েন্স জিও ১০২৮ টাকার আরেকটি প্রিপেড প্ল্যান নিয়ে এসেছে। এরও ভ্যালিডিটি ৮৪ দিন। এখানে প্রতিদিন ২ জিবি ডেটা, আনলিমিটেড কলিং, ফ্রি এসএমএস এর সুবিধা পাওয়া যাবে। তবে ১০২৯ টাকার ও ১০২৮ টাকার প্ল্যানের মধ্যে পার্থক্য হল, এখানে অ্যামাজন প্রাইম এর বদলে পাওয়া যাবে Swiggy-এর প্রিমিয়াম সাবস্ক্রিপশন। যারা বেশি খাবার অর্ডার করেন, তাদের জন্য এই প্ল্যান আদর্শ।