গেমারদের জন্য লঞ্চ হল RedMagic 10S Pro ও RedMagic 10S Pro+, রয়েছে ফাটাফাটি ফিচার

গেমিং স্মার্টফোনের বাজারে লঞ্চ হল RedMagic 10S Pro এবং RedMagic 10S Pro+ স্মার্টফোন। উভয় ডিভাইস ফাটাফাটি পারফরম্যান্স এবং উন্নত গেমিং অভিজ্ঞতা দেবে। এই সিরিজের দাম শুরু হয়েছে প্রায় ৫৯,০০০ টাকা থেকে। RedMagic 10S Pro ও RedMagic 10S Pro+ মডেলে আছে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৮ এলিট লিডিং এডিশন প্রসেসর ও ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা। আসুন এদের দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

RedMagic 10S Pro ও RedMagic 10S Pro+ এর দাম

রেডম্যাজিক ১০এস প্রো এর দাম শুরু হয়েছে ৪৯৯৯ ইউয়ান (প্রায় ৫৯,০০০ টাকা) থেকে এবং রেডম্যাজিক ১০এস প্রো প্লাস মডেলের দাম শুরু হচ্ছে ৫৯৯৯ ইউয়ান (প্রায় ৭০,৮৫০ টাকা) থেকে। প্রো প্লাস মডেলের সবচেয়ে হাই স্টোরেজ ভ্যারিয়েন্ট অর্থাৎ ২৪ জিবি র‍্যাম এবং ১ টিবি স্টোরেজ অপশনের দাম রাখা হয়েছে ৭৪৯৯ ইউয়ান (প্রায় ৮৮,৫৬৫ টাকা)। এই স্মার্টফোনগুলো ২৭ মে থেকে চীনে প্রি-অর্ডারের জন্য উপলব্ধ।

RedMagic 10S Pro ও RedMagic 10S Pro+ এর স্পেসিফিকেশন ও ফিচার

রেডম্যাজিক ১০এস প্রো ও ১০এস প্রো প্লাস উভয় মডেলে ৬.৮৫ ইঞ্চি বড় 1.5K OLED ডিসপ্লে আছে, যার ব্রাইটনেস ২০০০ নিট এবং রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। এই ডিসপ্লের টাচ স্যাম্পলিং রেট ৯৬০ হার্টজ। পারফরম্যান্সের জন্য দুটি স্মার্টফোনেই কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট লিডিং এডিশন চিপসেট ব্যবহার করা হয়েছে।

র‍্যাম ও স্টোরেজের কথা বললে, রেডম্যাজিক ১০এস প্রো ও ১০এস প্রো প্লাস স্মার্টফোনে ১২ জিবি থেকে শুরু করে ২৪ জিবি পর্যন্ত LPDDR5T র‍্যাম এবং ২৫৬ জিবি থেকে ১ টিবি পর্যন্ত UFS 4.1 Pro স্টোরেজ বিকল্প উপস্থিত। এই ফোনগুলি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক রেড ম্যাজিক এআই ওএস ১০.০ অপারেটিং সিস্টেম চলে।

ফটোগ্রাফির জন্য RedMagic 10S Pro ও RedMagic 10S Pro+ ডিভাইসে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা আছে, যা OIS এবং এফ/১.৮৮ অ্যাপারচার সাপোর্ট করবে। পাশাপাশি ৫০ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরাও উপস্থিত। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১৬ মেগাপিক্সেলের আন্ডার-ডিসপ্লে ক্যামেরা‌ পাওয়া যাবে।

ব্যাটারির কথা বললে RedMagic 10S Pro স্মার্টফোনে ৭০৫০ এমএএইচ ব্যাটারি ও ৮০W ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে, যেখানে Pro+ মডেলে ৭৫০০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে।