মুখ্য সংবাদ

আজ বন্ধ হয়ে যাচ্ছে Jio-র এই ফ্রি অফার, সুবিধা পেতে এই কাজ করুন

Published on:

Reliance Jio free JioHotstar subscription offer ending today

ভারতের বৃহত্তম টেলিকম কোম্পানি Reliance Jio আজ থেকে বিনামূল্যে JioHotstar অফারটি বন্ধ করে দিচ্ছে। এই অফারের অধীন, ২৯৯ টাকা বা তার বেশি দামের প্রিপেইড প্ল্যান রিচার্জ করলে বিনামূল্যে ব্যবহারকারীদের জন্য জিওহটস্টার উপলব্ধ হত। আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) ২০২৫ শুরু হওয়ার দুই সপ্তাহ আগে জিও এই অফারটি ঘোষণা করেছিল।

Jio প্রিপেইড প্ল্যানগুলির মাধ্যমে, ব্যবহারকারীরা আজ পর্যন্ত আইপিএল ২০২৫ এবং জিওহটস্টারের অন্যান্য কন্টেন্ট দেখার জন্য জিওহটস্টারে বিনামূল্যে সাবস্ক্রিপশন পাবেন। অফারটি ৩১ মার্চ, ২০২৫ পর্যন্ত ঘোষণা করা হয়েছিল এবং অফারের মেয়াদ বাড়ানোর বিষয়ে এখনও অবধি কিছু জানানো হয়নি।

Jio এর জিওহটস্টার প্ল্যান – তাহলে কি আর দেখা যাবে না আইপিএল?

হ্যাঁ, এখনও দেখা যাবে আইপিএল, তাও বিনামূল্যে। যদি আপনি নিন্মলিখিত রিচার্জগুলি করেন। যেসব ব্যবহারকারীরা রিলায়েন্স জিও থেকে বিনামূল্যে জিওহটস্টার সাবস্ক্রিপশন পেতে চান, তাহলে তারা কোম্পানির ৯৪৯ টাকা, ১৯৫ টাকা এবং ১০০ টাকার প্ল্যান কিনতে পারেন। এই তিনটি প্ল্যান ৩১ মার্চ, ২০২৫ এর পরেও পাওয়া যাবে।

১৯৫ টাকা এবং ১০০ টাকার প্ল্যান হল ডেটা ভাউচার, যেখানে ৯৪৯ টাকার প্ল্যান নির্দিষ্ট পরিষেবা বৈধতা-সহ উপলব্ধ। জিও’র ৯৪৯ টাকার প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং, দৈনিক ২ জিবি ডেটা, দৈনিক ১০০টি এসএমএস এবং ৮৪ দিনের জন্য জিওহটস্টার মোবাইল সাবস্ক্রিপশন পাওয়া যাবে।

অন্যদিকে, ১৯৫ টাকার প্ল্যানে ১৫ জিবি ডেটা এবং ৯৯ টাকার প্ল্যানে ৫ জিবি ডেটা রয়েছে। উভয় ডেটা প্যাকের বৈধতা ৯০ দিন এবং ব্যবহারকারীরা কেবল ৯০ দিনের জন্য জিওহটস্টার সাবস্ক্রিপশন পাবেন। অর্থাৎ আইপিএল উপভোগ করতে কোনও অসুবিধা হবে না।