মুখ্য সংবাদ

ভারতে তৈরি হবে বিশ্বের বৃহত্তম ডেটা সেন্টার, বিশাল উদ্যোগ আম্বানির

Updated on:

reliance to build world largest gigantic data center in jamnagar Gujarat

গুজরাটের জামনগর খুব শীঘ্রই একটি বড় প্রযুক্তি কেন্দ্র হিসেবে বিশ্ব মানচিত্রে জায়গা করে নিতে চলেছে। আসলে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি জামনগরে বিশ্বের বৃহত্তম ডেটা সেন্টার নির্মাণের কথা ঘোষণা করেছেন। এই প্রকল্পটি কেবল ভারতের ডিজিটাল পরিকাঠামোকেই শক্তিশালী করবে না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই) ক্ষেত্রেও ভারতকে উপরের দিকে নিয়ে আসবে। এই ডেটা সেন্টারের সর্বাধুনিক প্রযুক্তি একে সবার মধ্যে সেরা করে তুলবে।

নতুন এই প্রকল্পের ঘোষণার পর থেকেই জামনগর বিশ্বের টেকনোলজি কমিউনিটির মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এই ডেটা সেন্টারটির ধারণক্ষমতা হবে ৩ গিগাওয়াট, যা একে বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় ডেটা সেন্টারে পরিণত করবে। এর মাধ্যমে ভারতে এআই পরিষেবার ক্রমবর্ধমান চাহিদা মেটানো সম্ভব হবে। আজকের ডিজিটাল যুগে, ডেটার গুরুত্ব কারও কাছে অজানা নয় এবং এই ডেটা সঠিকভাবে সংরক্ষণ করার জন্য উচ্চ-ক্ষমতার ডেটা সেন্টারের প্রয়োজন। রিলায়েন্সের এই পদক্ষেপ ভারতকে ডেটা সেন্টার পরিকাঠামোর দিক থেকে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশে পরিণত করবে।

WhatsApp Community Join Now

AI এর প্রতি আগ্রহ দেখাচ্ছে রিলায়েন্স

জামনগরে ডেটা সেন্টার নির্মাণের পিছনে আরেকটি বড় কারণ হল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই এর প্রতি রিলায়েন্সের ক্রমবর্ধমান আগ্রহ। এআই বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় প্রযুক্তি, যা বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবনকে উৎসাহিত করতে ব্যবহৃত হচ্ছে। রিলায়েন্স এই ডেটা সেন্টারটিকে এআই গবেষণা এবং উন্নয়নের জন্য একটি শক্তিশালী ভিত্তি হিসাবে ব্যবহার করবে।

নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে

ডেটা সেন্টার নির্মাণের প্রভাব পড়বে স্থানীয় অর্থনীতিতেও। এই প্রকল্পটি বাস্তবায়িত হলে বিপুল সংখ্যক মানুষ কাজ পাবে বলে আশা করা হচ্ছে, যার ফলে জামনগর ও সংলগ্ন এলাকার মানুষ উপকৃত হবেন। এছাড়া অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান ও ইন্ড্রাস্ট্রিকেও আকৃষ্ট করবে এই ডেটা সেন্টার।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন