রয়্যাল এনফিল্ডের সবচেয়ে পুরনো ও অন্যতম জনপ্রিয় বাইকগুলির মধ্যে অন্যতম বুলেট। বর্তমানে একঝাঁক রঙে বিক্রি হয় এই মোটরসাইকেল। কিন্তু নতুন বছর আসতেই Royal Enfield ভারতে Bullet 350 এর মিলিটারি সিলভার কালার ভ্যারিয়েন্ট বন্ধ করে দিয়েছে। জানিয়ে রাখি, গত বছর জানুয়ারিতে বুলেটে মিলিটারি সিলভার ব্ল্যাক এবং মিলিটারি সিলভার রেড কালার স্কিম যোগ হয়েছিল।
উক্ত রঙে বুলেট 350 কিনতে খরচ হত 1.79 লক্ষ টাকা। যা সবচেয়ে সস্তা ভার্সনের থেকে 6,000 টাকা বেশি। ফুয়েল ট্যাঙ্কে হাতে আঁকা সিলভার স্ট্রাইপ এই কালার স্কিমকে অন্যান্য পেইন্ট অপশন থেকে আলাদা করেছিল। রয়্যাল এনফিল্ড বহু বছর ধরেই এই কাজের জন্য শিল্পীদের নিয়োগ করে আসছে। এতে ডিজাইনে আলাদা মাত্রা যোগ হয়।
Royal Enfield Bullet 350 এর মিলিটারি সিলভার কালার বন্ধ হল
রয়্যাল এনফিল্ড নতুন ব্যাটালিয়ন ব্ল্যাক কালারটি জনপ্রিয় করতেই মিলিটারি সিলভার বাদ দিয়েছে বলে মনে করা হচ্ছে। স্পেসিফিকেশনের কথা বললে, বুলেট 350 মোটরসাইকেলে 349 সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এটি ফাইভ স্পিড গিয়ারবক্সের সঙ্গে যুক্ত। ক্র্যাডেল ফ্রেমের উপর নির্মিত এই বাইক। সাসপেনশনের জন্য সামনে টেলিস্কোপিক ফর্ক ও পিছনে মনোশক ইউনিট বর্তমান।
রয়্যাল এনফিল্ড বুলেট 350-এর গড় এক্স-শোরুম প্রাইস 1.73 লক্ষ টাকা থেকে শুরু হচ্ছে। ভারতের বাজারে বাইকটির প্রতিযোগিতা চলে Jawa 350 ও Honda H’ness CB350-এর সঙ্গে। যদিও, মূল প্রতিদ্বন্দ্বী এনফিল্ডেরই আরেক মডেল ক্লাসিক 350।