আপনি যদি এই মুহূর্তে একটি নতুন টিভি কিনতে চান তাহলে Samsung Big TV Days সেলের লাভ ওঠাতে পারেন। আজ থেকে স্যামসাংয়ের ধামাকা এই সেল শুরু হয়েছে। 31 জানুয়ারি পর্যন্ত চলা এই সেলে কোম্পানির Neo QLED 8K, Neo QLED 4K, OLED এবং 4K UHD টিভি মডেলগুলো দুর্দান্ত ডিলে পাওয়া যাবে। নতুন বছর উদযাপন এবং প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এই সেল আনা হয়েছে। যেখানে কোম্পানি ক্রেতাদের 204,990 টাকা মূল্যের স্যামসাং টিভি (1 ইউনিট) বিনামূল্যে দিচ্ছে। এছাড়াও বিগ টিভি ডেজ সেলে ক্রেতারা কিছু টিভির সাথে 99,990 টাকার একটি সাউন্ডবার (1 ইউনিট) বিনামূল্যে পাবেন।
শুধু তাই নয়, এই সেলে জিরো ডাউন পেমেন্ট এবং 20% পর্যন্ত ক্যাশব্যাক সহ স্যামসাংয়ের টিভি কেনা যাবে। আবার 30 মাস পর্যন্ত ইএমআই এর সুবিধা রয়েছে। এই আকর্ষণীয় অফারগুলি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট, অনলাইন পোর্টাল এবং স্যামসাং রিটেইল আউটলেটে উপলব্ধ।
স্যামসাং নিও কিউএলডি 8K টিভি সিরিজে NQ8 AI Gen2 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই প্রসেসরের বিশেষ বৈশিষ্ট্য হল এটি 256টি এআই নিউরাল নেটওয়ার্কে কাজ করে। এতে থাকা মোশন এক্সেলারেটর টার্বো প্রো টিভির ছবির মান আরও উন্নত করে।
এই সিরিজের টিভিতে স্যামসাং NQ8 AI Gen2 প্রসেসর দেওয়া হয়েছে। টিভিতে দেওয়া কোয়ান্টাম ম্যাট্রিক্স প্রযুক্তি দুর্দান্ত ছবি অফার করবে। সাউন্ডের জন্য এতে ডলবি অ্যাটমসও পাবেন।
এই সিরিজের টিভিগুলিতে সেরা পিকচার কোয়ালিটির জন্য কোয়ান্টাম ডট টেকনোলজি উপস্থিত। এই সিরিজের টিভির ডিজাইন আল্ট্রা-স্লিম, যা দেখতে বেশ প্রিমিয়াম। OLED টিভি সিরিজের কথা বললে, এতেও NQ8 AI Gen2 প্রসেসর রয়েছে। এতে পাবেন রিয়েল ডেপথ এনহ্যান্সমেন্ট এবং ওএলইডি এইচডিআর প্রো।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.