দীপাবলিতে Samsung এর ধামাকা অফার, কেনাকাটাতে বিনামূল্যে টিভি সহ সাউন্ডবার, সাথে EMI-এ ছাড়

আর সপ্তাহখানেক পরেই আলোর উৎসব দীপাবলি। সেই উপলক্ষে বিভিন্ন ইলেকট্রনিক্স ব্র্যান্ড তাদের প্রোডাক্টের ওপর নানা রকম ছাড় নিয়ে হাজির হচ্ছে। পিছিয়ে নেই জনপ্রিয় ব্র্যান্ড Samsung। তারা ভারতে দুটি প্রধান ফেস্টিভ ক্যাম্পেইন শুরু করেছে, যার মধ্যে তাদের প্রিমিয়াম Vision AI টিভি এবং Bespoke AI হোম অ্যাপ্লায়েন্স বিশেষ অফার সহ কেনা যাবে। এই অফারে ক্যাশব্যাক ডিল, ফ্রি প্রোডাক্ট, এক্সটেন্ডেড ওয়ারেন্টির মতো সুবিধা পাবেন ক্রেতারা। চলুন এই ফেস্টিভ সিজনে Samsung কি কি অফার নিয়ে হাজির হয়েছে জেনে নেওয়া যাক।

Samsung Vision AI টিভির সাথে ‘Super Big Celebrations’ অফার

এই অফারে ক্রেতারা ৩০ মাস পর্যন্ত প্রতি মাসে ৯৯০ টাকা থেকে শুরু করে আকর্ষণীয় ফাইন্যান্স প্ল্যান পাবেন। এর সাথে রয়েছে শূন্য ডাউন পেমেন্ট এবং একটি ইএমআই ছাড়। ক্রেতারা নির্বাচিত ব্যাঙ্ক কার্ডগুলিতে ২০% পর্যন্ত ক্যাশব্যাকের মাধ্যমে আরও বেশি সাশ্রয় করতে পারবেন।

নির্বাচিত বড় স্ক্রিন মডেল কিনলে ৯২,৯৯০ টাকা পর্যন্ত দামের একটি ফ্রি Samsung Soundbar বা ১,৪০,৪৯০ টাকা মূল্যের একটি Vision AI টিভিও পাওয়া যাবে। ৫৫ ইঞ্চি থেকে ১১৫ ইঞ্চি মডেল পর্যন্ত সম্পূর্ণ টিভি রেঞ্জে তিন বছরের ওয়ারেন্টি পাওয়া যাবে। Vision AI টেলিভিশনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলির মধ্যে আছে জেসচার কন্ট্রোল, এআই-চালিত পিকচার এনহ্যান্সমেন্ট, জেনারেটিভ আর্ট ওয়ালপেপার এবং রিয়েল-টাইম হোম ইনসাইট।

Samsung Big Bespoke AI Festival -এ বেসপোক এআই অ্যাপ্লায়েন্সের ওপর বিশেষ অফার

স্যামসাং এই উৎসবের মরশুমে তাদের হোম অ্যাপ্লায়েন্সের ওপর বিশেষ অফার দিচ্ছে, যার মধ্যে ৫০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার এবং রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ এবং এয়ার কন্ডিশনারের ওপর ৪৭% ছাড় রয়েছে। Bespoke AI এসি লাইনে ২১,০০০ টাকা পর্যন্ত সাশ্রয় করা যাবে, পাশাপাশি জিএসটি হ্রাস, এক্সটেন্ডেড ওয়ারেন্টি এবং বিনামূল্যে ইনস্টলেশনের মতো সুবিধাও রয়েছে। ক্রেতারা নির্বাচিত মাইক্রোওয়েভ মডেলগুলির সাথে একটি Borosil Kit পাবেন।

রেফ্রিজারেটর এবং ওয়াশিং মেশিনের মতো অ্যাপ্লায়েন্সগুলির সাথে ডিজিটাল ইনভার্টার প্রযুক্তি নিলে ২০ বছরের ওয়ারেন্টি মিলবে। এই অফারগুলি নভেম্বরের শুরু পর্যন্ত স্যামসাংয়ের অফিসিয়াল ওয়েবসাইট, প্রধান অনলাইন প্ল্যাটফর্ম এবং দেশের লিডিং রিটেইল আউটলেটগুলিতে পাওয়া যাবে।