মুখ্য সংবাদ

Samsung আনছে তিন ক্যামেরার দুর্দান্ত স্মার্টফোন, কেমন ফিচার্স থাকবে দেখুন

Published on:

samsung-galaxy-a56-5g-india-uk-launch-specs-support-page

Samsung তাদের ফ্ল্যাগশিপ S25 সিরিজ লঞ্চের পর, এবার একঝাঁক বাজেট এবং মিড-রেঞ্জ স্মার্টফোন বাজারে আনতে চলেছে। তেমনই একটি আসন্ন স্মার্টফোন হল Galaxy A56। এটি ভারত এবং যুক্তরাজ্যে খুব শীঘ্রই লঞ্চ হবে বলে নিশ্চিত করা গিয়েছে। কারণ এই দুই দেশে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে ফোনটির সাপোর্ট পেজ লাইভ হয়েছে। চলুন দেখে নিই এই ডিভাইসে কেমন স্পেসিফিকেশন ও ফিচার থাকবে।

Samsung Galaxy A56-এর সাপোর্ট পেজ লাইভ

SM-A566E/DS এবং SM-A566B/DS মডেল নম্বর সহ Galaxy A56-এর সাপোর্ট পেজ ভারত এবং যুক্তরাজ্যে স্যাংসাং-এর অফিসিয়াল সাইটে লাইভ করা হয়েছে। যারা জানেন না তাদের জন্য বলে রাখি, E মানে ভারতীয় ভেরিয়েন্ট, আর B মানে গ্লোবাল ভার্সন। শেষে DS মানে ডুয়াল সিম অর্থাৎ ভারতের পাশাপাশি গ্লোবাল ভ্যারিয়েন্টেও ডুয়াল সিম কার্ড স্লট পাওয়া যাবে।

WhatsApp Community Join Now

আরও পড়ুনঃ আইফোনের ফিচার এবার অ্যান্ড্রয়েডে, বড় চমকের সঙ্গে আসছে Nothing Phone 3a

উল্লেখ্য, Samsung Galaxy A56 কয়েকদিন আগেই FCC ও TUV Rheinland-এর অনুমোদন পেয়েছে। ফোনটিতে ‘অওসাম ইন্টেলিজেন্স’ নামে কোম্পানির আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার থাকবে। সম্প্রতি রেন্ডার ফাঁস হয়ে ডিজাইনের ধারণা দিয়েছে। রিয়ার প্যানেলে একটি ডিম্বাকৃতির পিল আকৃতির মডিউল রয়েছে যার মধ্যে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে৷ থাকবে।

স্পেসিফিকেশনের কথা বললে, ডিভাইসটিতে Exynos 1580 প্রসেসর থাকতে পারে। এটি ৮ জিবি বা ১২ জিবি র‍্যাম অফার করতে পারে। স্যামসাং ফোনটি চাইনিজ মার্কেটেও রিলিজ করতে চলেছে। যে কারণে চীনের 3C সার্টিফিকেশন প্ল্যাটফর্মে দেখা গিয়েছে একে। সাইটটি ফোনে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের উপস্থিতি নিশ্চিত করেছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন