মুখ্য সংবাদ

আজ থেকে দেশে শুরু হল Samsung Galaxy S25 সিরিজের সেল, দাম, অফার ও ফিচার জানুন

Published on:

Samsung Galaxy S25 series sale starts in india today price features

৭ ফেব্রুয়ারি অর্থাৎ আজ থেকে ভারতে আনুষ্ঠানিক ভাবে শুরু হল Samsung Galaxy S25 সিরিজের সেল। গত মাসে ক্যালিফোর্নিয়ার সান জোসে শহরে স্যামসাংয়ের বার্ষিক গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে বিরাট ধুমধামের সাথে এই সিরিজ লঞ্চ হয়েছিল। নতুন Galaxy S25 সিরিজের অধীনে তিনটি মডেল রয়েছে – Galaxy S25, S25+ এবং S25 Ultra।

এখনও পর্যন্ত ফোনগুলি প্রি-অর্ডারের জন্য উপলব্ধ ছিল। কিন্তু, আজ থেকে, Galaxy S25 সিরিজটির আনুষ্ঠানিকভাবে অনলাইন এবং অফলাইন উভয় জায়গাতেই বিক্রি শুরু হল। এই তিনটি মডেলের পাশাপাশি, Samsung Galaxy S25 Edge-এও প্রকাশ করেছে কোম্পানি, যা স্যামসাংয়ের আসন্ন ফ্ল্যাগশিপ স্মার্টফোন।

WhatsApp Community Join Now

Samsung Galaxy S25 সিরিজের দাম

Galaxy S25 এর বেস মডেশ মডেল অর্থাৎ ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম শুরু ৮০,৯৯৯ টাকা থেকে। যেখানে ৫১২ জিবি ভ্যারিয়েন্টের দাম শুরু ৯২,৯৯৯ টাকা থেকে। Galaxy S25+ মডেলের ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ৯৯,৯৯৯ টাকা এবং ৫১২ জিবি ভ্যারিয়েন্টের দাম ১,১১,৯৯৯ টাকা। টপ মডেল Galaxy S25 Ultra এর ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম দাম শুরু ১,২৯,৯৯৯ টাকা। ৫১২ জিবি ভ্যারিয়েন্টের দাম ১,৪৯,৯৯৯ টাকা এবং ১ টিবি ভার্সনের দাম ১,৬৫,৯৯৯ টাকা।

আরও পড়ুনঃ ফ্লাট ১৫ হাজার টাকা ডিসকাউন্ট, Realme-র সবচেয়ে সেরা স্মার্টফোন অবিশ্বাস্য কম দামে

Samsung Galaxy S25 সিরিজের উপর অফার

বেস মডেলে ১১,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস, HDFC ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা ১০,০০০ টাকার ছাড়, ইএমআই লেনদেনে ৭,০০০ টাকার ছাড় এবং ৯ মাসের নো-কস্ট ইএমআই এর সুবিধা রয়েছে। টপ মডেলে HDFC ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করে সম্পূর্ণ পেমেন্ট করলে ক্রেতারা ৯,০০০ টাকার আপগ্রেড বোনাস অথবা ৮,০০০ টাকার ইনস্ট্যান্ট ছাড় পাওয়া যাবে।

Samsung Galaxy S25 : ফিচার

এই সিরিজের অধীনে যে মডেলগুলি রয়েছে তাতে ১২ জিবি RAM থেকে ১ টিবি পর্যন্ত ইন্টার্নাল স্টোরেজ পাওয়া যাবে। মিলবে কাস্টমাইজ স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর এবং লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক OneUI7 কাস্টম অপারেটিং সিস্টেম। এই সিরিজে একাধিক এআই ফিচার, ২০০ মেগাপিক্সেল পর্যন্ত ক্যামেরা, ৫,০০০mAh পর্যন্ত ব্যাটারি ক্যাপাসিটি এবং ফাস্ট চার্জিং পাওয়া যাবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন