আপনি যদি ফোল্ডেবল পছন্দ করেন কিন্তু দামের কারণে না কিনতে পারেন, তাহলে আপনার জন্য সুখবর। আসলে স্যামসাংয়ের একটি জনপ্রিয় ফোল্ডেবল ফোন বর্তমানে লোভনীয় ছাড়ে পাওয়া যাচ্ছে। এই স্মার্টফোনের নাম Samsung Galaxy Z Fold 5। এতে আছে ট্যাবলেটের মতো বড় ডিসপ্লে, শক্তিশালী প্রসেসর এবং শক্তিশালী ক্যামেরা সেটআপ। ই-কমার্স প্ল্যাটফর্মে, স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৫ বর্তমানে লঞ্চের সময়ের চেয়ে প্রায় ৬০,০০০ টাকা সস্তায় পাওয়া যাচ্ছে।
২০২৩ সালে Samsung এই ফোনটি লঞ্চ করেছিল। লঞ্চের সময় ভারতে এর ১২ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ১,৫৪,৯৯৯ টাকা, ১২ জিবি + ৫১২ জিবি ভ্যিরিয়েন্টের দাম ১,৬৪,৯৯৯ টাকা এবং ১২ জিবি + ১ টিবি ভ্যারিয়েন্টের দাম ছিল ১,৮৪,৯৯৯ টাকা। এটি তিনটি কালারে লঞ্চ হয়: ক্রিম, আইসি ব্লু এবং ফ্যান্টম ব্ল্যাক।
তবে বর্তমানে স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৫ এর ২৫৬ জিবি ভ্যারিয়েন্টটি ফ্লিপকার্টে মাত্র ৯৯,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। অর্থাৎ লঞ্চের সময়ের থেকে ৫৫,০০০ টাকা ছাড়ে। আবার আপনি যদি ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করেন তাহলে ৫,০০০ টাকা ক্যাশব্যাক পাবেন। যারপর এই ফোনের দাম ৯৪,৯৯৯ টাকায় নেমে আসবে।
ফ্লিপকার্ট এর সাথে দুর্দান্ত এক্সচেঞ্জ অফারও দিচ্ছে। আপনি ফ্লিপকার্টে গিয়ে অফারগুলি দেখে নিতে পারেন। উল্লেখ্য, ৫১২ জিবি মডেলের সাথেও একই ছাড় পাওয়া যাচ্ছে।
স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৫ এর ভিতরে ৭.৬ ইঞ্চি QXGA+ (২১৭৬x১৮১২ পিক্সেল) ডায়নামিক AMOLED 2X Infinity Flex ডিসপ্লে আছে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। আবার বাইরের দিকে ৬.২ ইঞ্চি ফুল এইচডি + (২৩১৬x৯০৪ পিক্সেল) ডায়নামিক AMOLED 2X ডিসপ্লে দেখা যাবে। এর ক্যামেরা ও ব্যাটারিও বেশ শক্তিশালী। পারফরম্যান্সের জন্য এই ফোল্ডেবল ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট দ্বারা চালিত।
ফটোগ্রাফির জন্য ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ৩এক্স অপটিক্যাল জুম সহ ১০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। সেলফি ও ভিডিও কলের জন্য ইনার স্ক্রিনে ৪ মেগাপিক্সেল আন্ডার ডিসপ্লে ক্যামেরা এবং কভার ডিসপ্লেতে ১০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এই স্মার্টফোনে ৪৪০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনের বাক্সে চার্জার পাওয়া যাবে না।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.