মুখ্য সংবাদ

Samsung ফোনে খেলা যাবে‌ সমস্ত গেম, চলে এল Game Booster+ ফিচার

Published on:

Samsung launches gaming booster plus to enhance gaming experience in smartphones

গেমিংয়ের ক্ষেত্রে কোরিয়ার Samsung অনেকদিন আগেই চালু করেছে গেম বুস্টার (Game Booster) নামক একটি অ্যাপ। এদিন, আরও এক ধাপ এগিয়ে গেম বুস্টার+ পরিষেবা যোগ করল কোম্পানি। স্মার্টফোনে এই ফিচার প্রবর্তনের লক্ষ্য, গেমারদের অভিজ্ঞতা উন্নত করা এবং আরও কাস্টমাইজ বিকল্প প্রদান করা। তাতে কতটা সফল হবে কোম্পানি সেটা সময়ই বলবে। তবে আপাতত এক অনন্য অভিজ্ঞতা দিতে গ্যালাক্সি স্মার্টফোনগুলিতে এই ফিচারটি চালু করেছে স্যামসাং।

Samsung এর নতুন ফিচার Game Booster+ অ্যাপ

জানা গিয়েছে, এর মধ্যে রয়েছে পারফরম্যান্স পরিবর্তন এবং রিফ্রেশ রেট। পাশাপাশি স্মার্টফোন যাতে অতিরিক্ত গরম না হয় তার জন্য কীভাবে সঠিক চার্জিং পরিচালনা করা যায় তার অনুমতি ও সহযোগী ফিচার। এছাড়াও, পাওয়া যাবে কি রিম্যাপ করা, নির্দিষ্ট জিপিইউ সেটিংস পরিবর্তন করা এবং অ্যাপগুলিকে গেম হিসাবে শ্রেণীবদ্ধ করার বিকল্প।

Samsung এর নতুন গেম বুস্টার+ অ্যাপের ফিচার

অ্যাপটি ফোনে ইন্সটল করার পর, যখন এটি খুলবেন, তখন তিনটি বিকল্প দেখতে পাবেন – ‘গেম কন্ট্রোলার কি রিম্যাপিং’, ‘গেম বুস্টার জিপিইউ সেটিংস সক্ষম করুন’ এবং ‘গেম ক্যাটাগরি সেটিংস’।

কি রিম্যাপিংয়ের ক্ষেত্রে গেম কন্ট্রোলারের কি-গুলিকে অন্যান্য পছন্দসই কি -গুলিতে রিম্যাপ করতে পারবেন। এটি ব্যবহারকারীর পছন্দ অনুসারে একটি গেম কন্ট্রোলার কাস্টমাইজ করতে সাহায্য করবে।

গেম বুস্টার জিপিইউ সেটিংস ফিচারের মধ্যে দুটি সেটিংস পাওয়া যাবে – PreTransform এবং Texture Filter। প্রথমটিতে Vulkan গেমের স্ক্রিন রোটেশনে জিপিইউ অফলোড করা যাবে। আর দ্বিতীয়তে টেক্সচারের মান উন্নত করতে পারেবেন। এর অধীনে রয়েছে আরও তিনটি বিকল্প – ডিফল্ট, পারফরম্যান্স এবং গুণমান।

গেম ক্যাটাগরি সেটিংসে একটি অশ্রেণীবদ্ধ গেম অ্যাপকে একটি গেম হিসেবে সেট করার অনুমতি পাওয়া যাবে। সহজ ভাষায়, ব্যবহারকারীর ফোনে যদি এমন কোনও গেম বা অ্যাপ থাকে যা গেম হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়নি, এই ফিচারটি আপনাকে সেগুলিকে গেম হিসেবে শ্রেণীবদ্ধ করতে দেবে।