Samsung ভারতে একটি জনপ্রিয় ব্র্যান্ড। সংস্থার বিভিন্ন ডিভাইস ব্যাপকভাবে এদেশে বিক্রি হয়। আপনিও যদি স্যামসাংয়ের নতুন কোনো ফোন কিনতে চান তাহলে এমন একটি ডিভাইস বেছে নেওয়া উচিত যা দীর্ঘ সময় ধরে সফ্টওয়্যার আপডেট পাবে। অনেক স্যামসাং ফোন পুরোনো মডেল হওয়ার কারণে বাম্পার ডিসকাউন্টে পাওয়া গেলেও সেগুলো নতুন আপডেট পাবেন না।
বেশ কয়েকটি Samsung ডিভাইস রয়েছে যেখানে সংস্থাটি তিন বছর ধরে সফ্টওয়্যার আপডেট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এবং এর মধ্যে কয়েকটি আপডেট ইতিমধ্যে চলে এসেছে। সংস্থাটি এখন আবার নতুন ডিভাইসের জন্য পাঁচটি বড় অ্যান্ড্রয়েড আপডেট দেওয়ার কথা ঘোষণা করেছে। ফলে আপনার উচিত লেটেস্ট হ্যান্ডসেটগুলি বেছে নেওয়া। চলুন Samsung এর কোন ফোনগুলি তিনটি বড় আপডেট পাওয়ায় কথা সেগুলির নাম জেনে নেওয়া যাক, এগুলি বর্তমানে না কেনা ভালো হবে।
এই Samsung ডিভাইসগুলি কেবল তিনটি বড় আপডেট পাবে:
স্যামসাং গ্যালাক্সি S সিরিজ
Galaxy S20
Galaxy S20+
Galaxy S20 Ultra
Galaxy S20 FE
স্যামসাং গ্যালাক্সি Z সিরিজ
Galaxy Z Fold 2
Galaxy Z Flip 2
Galaxy Z Fold
Galaxy Z Flip
Galaxy Z Flip 5G
স্যামসাং গ্যালাক্সি A সিরিজ
Galaxy A90 5G
Galaxy A72
Galaxy A71
Galaxy A71 5G
Galaxy A52
Galaxy A52 5G
Galaxy A52s 5G
Galaxy A51
Galaxy A51 5G
Galaxy A42 5G
Galaxy A13 5G
স্যামসাং গ্যালাক্সি M সিরিজ
Galaxy M33
স্যামসাং গ্যালাক্সি F সিরিজ
Galaxy F62
আরও পড়ুনঃ দরকারি ফিচার্সের সঙ্গে একঝাঁক অত্যাধুনিক স্মার্টফোন তৈরি করছে Vivo, লঞ্চ হবে শীঘ্রই
এই স্যামসাং ট্যাবলেটগুলিও দীর্ঘ সময় ধরে আপডেট পাবে না
ফোনের পাশাপাশি কিছু স্যামসাং ট্যাবলেট দীর্ঘ সময়ের ধরে আপডেট পাবে না, সেগুলির মধ্যে রয়েছে Galaxy Tab S7, Galaxy Tab S7+, Galaxy Tab S7 FE, Galaxy Tab S6, Galaxy Tab S6 5G, Galaxy Tab S6 Lite (2024), Galaxy Tab S6 Lite (2022), Galaxy Tab S6 Lite (2020), Galaxy Tab Active 4 Pro, Galaxy Tab A9, Galaxy Tab A9+ এবং Galaxy Tab A8 (2021)।