মুখ্য সংবাদ

স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য বড় খবর, ১০০ শতাংশ নয়, ফোনের ব্যাটারি ভালো রাখতে কত পার্সেন্ট চার্জ দেওয়া উচিত?

Published on:

smartphone battery health 100 percent charge bad experts recommend 80 percent charge

স্মার্টফোন চার্জে বসিয়ে ভুলে যান অনেকেই। যতক্ষণ না ১০০% হচ্ছে ততক্ষণ আনপ্লাগ করেন না বহু ব্যবহারকারী। কিন্তু, এই অভ্যাস কি ঠিক? এর ফলে স্মার্টফোনের ব্যাটারি খারাপ হচ্ছে না তো? এমন কৌতূহল হতেই পারে স্মার্টফোন ব্যবহারকারীদের। আজকাল বেশিরভাগ স্মার্টফোনে নন-রিমুভেবল ব্যাটারি থাকে। ফলে ব্যবহারকারীরা ব্যাটারির আয়ুষ্কাল নিয়ে উদ্বিগ্ন থাকেন।

আপনি যদি আপনার স্মার্টফোনের ব্যাটারির আয়ু বাড়াতে চান, তাহলে কিছু শীর্ষস্থানীয় হ্যান্ডসেট (অ্যান্ড্রয়েড এবং আইওএস) বর্তমানে, ৮০ শতাংশ চার্জিং সীমাবদ্ধ করার বিকল্প দিচ্ছে। যদিও এটি অনেকের কাছে বিতর্কিত বলে মনে হতে পারে। তবে এই বৈশিষ্ট্যটি আপনার স্মার্টফোনের ব্যাটারির আয়ু বাড়াতে পারে এবং ডিভাইসের কর্মক্ষমতা উন্নত করতে পারে বলে মনে করছেন টেক বিশেষজ্ঞরা।

স্মার্টফোন কেন ৮০% পর্যন্ত চার্জ করা উচিত?

স্মার্টফোনের চার্জ ৮০ শতাংশ পর্যন্ত সীমিত রাখার ধারণাটি বিজ্ঞান দ্বারা সমর্থিত। সময়ের সাথে সাথে ব্যাটারির আয়ু হ্রাস করার দুটি মূল কারণ হল – তাপ এবং ভোল্টেজ চাপ।

যদিও ওভার হিটিং এড়িয়ে তাপ নিয়ন্ত্রণ করা যেতে পারে। যেমন চার্জ করার সময় ফোন ব্যবহার করা বা নরম জায়গায় রাখা। তবুও প্রতিবার ফোন চার্জ করার সময় ভোল্টেজের চাপ দেখা দেয়। সাধারণত, স্মার্টফোনের ব্যাটারি ৬০ শতাংশ পর্যন্ত দ্রুত চার্জ হয়, তারপর ১০০% চার্জের কাছাকাছি আসার সাথে সাথে ধীর গতি হয়ে যায়।

তবে মাঝে মাঝে ১০০% চার্জ করলে তা ক্ষতিকারক নয়, তবে ঘন ঘন ১০০ শতাংশ চার্জিং ভোল্টেজের ক্ষয় বৃদ্ধি করে। যার ফলে ব্যাটারির ক্ষয় দ্রুত হয়। বিশেষজ্ঞদের মতে, স্মার্টফোনের চার্জ ৮০ শতাংশে সীমাবদ্ধ রেখে, আপনি ভোল্টেজের চাপ কমাতে পারেন।