মুখ্য সংবাদ

স্মার্টফোন পরিণত হবে DSLR-এ, প্রথম 200 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর আনছে Sony

Published on:

sony-working-on-200mp-and-100mp-camera-sensors-for-smartphones

Samsung তাদের ফ্ল্যাগশিপ Galaxy S25 Ultra স্মার্টফোনে নিজেদের ২০০ মেগাপিক্সেল ISOCELL ক্যামেরা সেন্সর ব্যবহার করেছে। জল্পনা সত্যি হলে, দক্ষিণ কোরিয়ান সংস্থাটির আসন্ন Galaxy Z Fold 7 ফোল্ডেবলে আল্ট্রা মডেলেরই ২০০ মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। চীনা স্মার্টফোন কোম্পানিগুলির অবশ্য প্রাইমারি ক্যামেরার জন্য ৫০ মেগাপিক্সেল সেন্সর ব্যবহার করা উপায় নেই, কারণ এই ২০০ মেগাপিক্সেলের সেন্সরের বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে। তবে শীঘ্রই এই অ্যাডভ্যান্টেজ হারাতে পারে স্যামসাং।

Sony আনছে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর

সনি ২০০ মেগাপিক্সেল এবং ১০০ মেগাপিক্সেলের স্মার্টফোন ক্যামেরা নিয়ে কাজ করছে। টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের দাবি, অনেক চীনা ব্র্যান্ড তাদের স্ন্যাপড্রাগন এলিট ২ বা ডাইমেনসিটি ৯৫০০ চালিত ফ্ল্যাগশিপের জন্য ১০০ মেগাপিক্সেল সেন্সর ব্যবহার করবে। এই খবর ইঙ্গিত দেয় যে এই বছরের শেষের দিকে লঞ্চ হতে যাওয়া ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলির ক্যামেরায় বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে।

অন্যদিকে, সনি তাদের প্রথম ২০০ মেগাপিক্সেল সেন্সরটি নিজস্ব ফ্ল্যাগশিপ ফোনে ব্যবহারের পাশাপাশি, অন্যান্য চীনা ব্র্যান্ডগুলির কাছে বিক্রি করবে বলে আশা করা হচ্ছে। স্যামমোবাইলের দাবি, এই ২০০ এমপি সনি সেন্সরটি ভিভো এক্স২০০ প্রো (টেলিফটো হিসাবে) বা এস২৫ আল্ট্রা (প্রধান ক্যামেরা হিসাবে) মডেলে ব্যবহৃত ২০০ এমপি আইএসওসেল সেন্সরের চেয়ে বড় হবে।

২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরার দৌলতে ভিভো এক্স২০০ প্রো বাজারে সাড়া ফেলে দিয়েছে। এই কথা বিবেচনা করে, শীর্ষস্থানীয় চীনা ব্র্যান্ডগুলি সনির ১০০ মেগাপিক্সেল এবং ২০০ মেগাপিক্সেল সেন্সর ব্যবহার করতে উদগ্রীব হয়ে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। সে ক্ষেত্রে কিছুটা চাপে পড়তে পারে স্যামসাং। তবে এই মুহূর্তে সনির নতুন ক্যামেরা সেন্সর দুটির টেকনিক্যাল স্পেসিফিকেশন অজানা।