১০ মিনিটে বাড়িতে পৌঁছে যাবে ল্যাপটপ, চার্জার, মাউস! Asus এর সাথে হাত মেলালো Swiggy Instamart

ভারতের দ্রুত ডেলিভারি পরিষেবার বাজারে বড়সড় পরিবর্তন আনতে চলেছে Swiggy Instamart। এবার তারা হাত মিলিয়েছে জনপ্রিয় টেক ব্র্যান্ড ASUS India-এর সঙ্গে, যার ফলে এখন থেকে কীবোর্ড, মাউস কিংবা ল্যাপটপ চার্জারের মতো প্রয়োজনীয় অ্যাক্সেসরিজ মাত্র ১০ মিনিটে ঘরে পৌঁছে যাবে।

এই অংশীদারিত্বের ফলে ASUS তাদের প্রোডাক্টগুলো সাধারণ ব্যবহারকারীদের আরও দ্রুত এবং সহজে পৌঁছে দিতে পারবে। প্রাথমিকভাবে এই ফাস্ট ডেলিভারি সার্ভিসটি শুরু হয়েছে পুনে, গুরগাঁও, চেন্নাই, হায়দরাবাদ, কলকাতা, লখনউ এবং আহমেদাবাদ-এর মতো বড় শহরগুলোতে।

২০২৪ সাল ASUS-এর জন্য এক বিশেষ মাইলফলক হয়ে দাঁড়িয়েছে। কারণ এই বছরই তারা ভারতের অন্যতম জনপ্রিয় টেক অ্যাক্সেসরিজ ব্র্যান্ড হিসেবে নিজেদের জায়গা করে নিয়েছে। এখন সেই সাফল্যকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে Swiggy Instamart-এর সঙ্গে এই অংশীদারিত্ব তাদের নতুন দিশা দেখাবে বলেই মনে করা হচ্ছে।

শুধু ল্যাপটপ অ্যাক্সেসরিজ নয়, কিছুদিন আগেই Swiggy Instamart স্মার্টফোনের জন্যও ফাস্ট ডেলিভারি সার্ভিস চালু করেছে। এর ফলে এখন ব্যবহারকারীরা Apple, Samsung, OnePlus ও Redmi-র মতো জনপ্রিয় ব্র্যান্ডের স্মার্টফোন ১০ মিনিটের মধ্যে ডেলিভারি পাবেন।

এই স্মার্টফোনগুলোর মধ্যে রয়েছে – iPhone 16e, Samsung Galaxy M35, OnePlus Nord CE, Nord CE 4 Lite এবং Redmi 14C। এছাড়াও Motorola, Oppo, Vivo ও Realme-র স্মার্টফোনও এখন Instamart-এর মাধ্যমে দ্রুত কিনে ফেলা যাবে। এই পরিষেবা চালু হয়েছে বেঙ্গালুরু, দিল্লি, মুম্বই, চেন্নাই, ফারিদাবাদ, নয়ডা, গুরগাঁও, কলকাতা, হায়দরাবাদ ও পুনে-তে।