মুখ্য সংবাদ

আপনার ফোনের ব্যাটারি দ্রুত শেষ করছে জনপ্রিয় এই ১০ অ্যাপ, Facebook ও WhatsApp ছাড়াও আর কে কে আছে

Published on:

Top 10 battery drain apps fitbit uber whatsapp in the list

আজকাল স্মার্টফোনে অন্যতম একটি বড় সমস্যা হল দ্রুত চার্জ ফুরিয়ে যাওয়া এবং দুর্বল ব্যাটারি। যদিও এই সমস্যার জন্য অনেকটা দায়ী সেই ফোনের ব্যবহারকারী। কারণ বেশ কিছু অ্যাপ রয়েছে যা আপনার অজান্তে হু হু করে শুষে নেয় ব্যাটারি। এমন অসংখ্য অ্যাপ রয়েছে যার নাম শুনলে হকচকিয়ে যাবেন আপনিও।

সম্প্রতি সুইডিশ অনলাইন সংবাদপত্র Nyheder24 এর একটি রিপোর্ট অনুসারে, Fitbit এবং Uber নামের অন্যতম জনপ্রিয় দুটি অ্যাপ, দ্রুত ব্যাটারি শেষ করে দেয়। আর কী কী অ্যাপ রয়েছে এই তালিকায়? আসুন জেনে নেওয়া যাক।

WhatsApp Community Join Now

সবথেকে বেশি ব্যাটারি খরচ করে এই ১০ অ্যাপ

Fitbit
Uber
Skype
Facebook
Airbnb
Instagram
Tinder
Bumble
Snapchat
WhatsApp

উপরোক্ত তালিকায়, প্রায় প্রতিটি অ্যাপই তরুণ প্রজন্মের স্মার্টফোন ব্যবহারকারীরা ব্যবহার করে থাকে। এর মধ্যে বেশিরভাগ সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন, যার ব্যবহার ও ডাউনলোড সংখ্যা সবথেকে বেশি। এই অ্যাপগুলি ডেটা খরচের পাশাপাশি ব্যাটারি খরচও দ্রুত হারে করে।

আরও পড়ুনঃ কেবল পাঁচটি ধাপে আপনার ফোনকে বানান CCTV, কোনো ক্যামেরা কেনার দরকার নেই

Android ফোনে ব্যাটারি ম্যানেজ করবেন কীভাবে?

আপনার ফোনের ব্যাটারি বাঁচাতে, এই অ্যাপগুলি ম্যানুয়ালি বন্ধ করতে পারেন অথবা তাদের বিদ্যুৎ খরচ অপ্টিমাইজ করতে পারেন। অ্যান্ড্রয়েড ডিভাইসগুলিতে অ্যাপের ব্যাটারি সেভ করার জন্য –

আপনার অ্যান্ড্রয়েড ফোনে সেটিংস খুলুন।

মেনু থেকে ব্যাটারিতে ট্যাপ করুন।

অ্যাডভান্স সেটিংসে ক্লিক করুন এবং অপ্টিমাইজ ব্যাটারি ইউজ অপশন সিলেক্ট করুন।

এবার আপনি যে অ্যাপগুলির জন্য ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি বন্ধ করতে চান তা সিলেক্ট করতে ‘Don’t Optimize’ বাটনে ট্যাপ করুন।

এই ভাবে ব্যাটারির বিদ্যুৎ অপচয় কমাতে সাহায্য করবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন