আধারের সঙ্গে কোন মোবাইল নম্বর ও ই-মেল যুক্ত আছে? অনলাইনে কীভাবে চেক করবেন?

এখন আর আধার কার্ড শুধু পরিচয়ের কাগজে সীমাবদ্ধ নেই। ব্যাঙ্কিং, সিম ভেরিফিকেশন, সরকারি পরিষেবা, এমনকি দৈনন্দিন ডিজিটাল কাজেও আধার প্রয়োজন। আর এই সব কিছুর কেন্দ্রবিন্দুতে থাকে মোবাইল নম্বর এবং ই-মেল আইডি। কিন্তু অনেকেরই পরিষ্কার ধারণা নেই, কোন নম্বর বা ই-মেল আসলে তাদের আধারের সঙ্গে যুক্ত আছে। যেকারণে শুরু হয় ঝামেলা। কখনও OTP আসে না, কখনও KYC আটকে যায়।

আধারের সঙ্গে কোন মোবাইল নম্বর বা ই-মেল আইডি লিঙ্ক রয়েছে

এই সমস্যার কথা মাথায় রেখে UIDAI সম্প্রতি একটি সহজ অনলাইন সুবিধা চালু করেছে। এখন ঘরে বসেই জানা যাবে, আপনার আধার কার্ডের সঙ্গে ঠিক কোন মোবাইল নম্বর বা ই-মেল আইডি লিঙ্ক রয়েছে।

UIDAI-এর এই সুবিধা পাওয়া যাচ্ছে তাদের অফিসিয়াল myAadhaar পোর্টাল এবং mAadhaar অ্যাপে। বিশেষ করে যারা নিয়মিত OTP-ভিত্তিক পরিষেবা চান, তাদের জন্য এই সুবিধা ভীষণ কাজে আসবে। কারণ ভুল নম্বরে OTP গেলে কাজ তো আটকে যায়ই, সঙ্গে নিরাপত্তার ঝুঁকিও থাকে।

এই ভেরিফিকেশন ফিচারটি মূলত তাদের জন্য, যারা নিশ্চিত নন কোন নম্বর বা ই-মেল আধারের সঙ্গে যুক্ত, যাদের পুরানো নম্বর হারিয়ে গেছে।

কোন ফোন নম্বর আধার কার্ডের সাথে যুক্ত জানুন

• প্রথমে myAadhaar.uidai.gov.in ওয়েবসাইট খুলতে হবে, অথবা স্মার্টফোনে mAadhaar অ্যাপ ডাউনলোড করতে পারেন।

• সেখানে ঢুকলেই ‘Verify Email/Mobile Number’ নামে একটি অপশন চোখে পড়বে। সেটিতে ক্লিক করে বেছে নিতে হবে আপনি মোবাইল নম্বর যাচাই করবেন নাকি ই-মেল আইডি।

• এরপর নিজের ১২ সংখ্যার আধার নম্বর দিতে হবে।

• সব ঠিকঠাক হলে ‘Send OTP’ বাটনে ক্লিক করুন। যদি আপনার দেওয়া নম্বর বা ই-মেল আধারের সঙ্গে যুক্ত থাকে, সেখানেই OTP চলে আসবে। সেই OTP লিখলেই স্ক্রিনে দেখা যাবে ভেরিফিকেশন সফল হয়েছে কিনা।

আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক না থাকলে কি করবেন

যদি দেখা যায় নম্বর বা ই-মেল আধারের সাথে লিঙ্ক নেই, তাহলে চিন্তার কিছু নেই। নিকটবর্তী আধার সেন্টারে গিয়ে বায়োমেট্রিক ভেরিফিকেশনের মাধ্যমে নতুন মোবাইল নম্বর বা ই-মেল আপডেট করা যায়। সঙ্গে আধার কার্ড ও পরিচয়পত্র নিয়ে যেতে হবে। আপডেট শেষ হলে একটি URN নম্বর দেওয়া হয়, যার মাধ্যমে স্ট্যাটাস ট্র্যাক করা যায়।