1 জানুয়ারি থেকে UPI লেনদেন উল্লেখযোগ্য পরিবর্তন আসতে চলেছে। ব্যবহারকারীদের সুবিধার্থে কিছু নিয়ম সংশোধন করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। UPI লেনদেনের সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। অর্থাৎ, ব্যবহারকারীরা এবার থেকে বেশি টাকা লেনদেন করতে পারবেন।
UPI123 Pay এর সীমা বাড়ানো হয়েছে
আরবিআই-এর পক্ষ থেকে UPI123 Pay পরিষেবায় আর্থিক লেনদেনের সীমা বাড়ানো হয়েছে। এই পরিষেবাটি ফিচার বা কিপ্যাড ফোন ব্যবহারকারীদের জন্য আনা হয়েছে। বর্তমানে এই প্ল্যাটফর্মে লেনদেনের সর্বোচ্চ সীমা রয়েছে দিনে 5,000 টাকা। যার শেষ তারিখ 31 ডিসেম্বর, 2024। তবে 1 জানুয়ারি, 2025 থেকে দিনে সর্বোচ্চ 10,000 টাকা লেনদেন করা যাবে UPI123 Pay পরিষেবার মাধ্যমে।
UPI123Pay-এর মাধ্যমে ব্যবহারকারীরা এবার অন্য UPI ব্যবহারকারীকে 10,000 টাকা পর্যন্ত ট্রান্সফার করতে পারবেন। তবে PhonePe, Paytm এবং Google Pay-এর মতো স্মার্টফোন অ্যাপগুলির জন্য লেনদেনের সীমা অপরিবর্তিত রাখা হয়েছে। এই অ্যাপগুলিতে যা প্রতিদিন 1 লক্ষ টাকা পর্যন্ত UPI লেনদেনের অনুমতি দিয়েছে আরবিআই। উল্লেখযোগ্য বিষয়, চিকিৎসা, জরুরি এবং অনুরূপ পরিস্থিতির জন্য, এই সীমা বাড়িয়ে 5 লক্ষ টাকা করা হয়েছে।
UPI সার্কেল বৈশিষ্ট্য
এই বছর চালু হয়েছে UPI সার্কেল বৈশিষ্ট্য। যা আগামী বছরে BHIM অ্যাপের বাইরে অন্যান্য UPI প্ল্যাটফর্মগুলিতেও প্রসারিত করা হবে। বর্তমানে, BHIM অ্যাপের ব্যবহারকারীরা UPI সার্কেলের সুবিধা নিতে পারেন। এই পরিষেবায় পরিবারের সদস্য বা বন্ধুদের অন্তর্ভুক্ত করার অনুমতি রয়েছে।
UPI সার্কেলের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রয়োজন ছাড়াই অর্থপ্রদান করা যাবে। তবে মূল ব্যবহারকারীদের অবশ্যই প্রতিটি অর্থপ্রদানের জন্য অনুমোদন প্রদান করতে হবে। অথবা তারা সেকেন্ডারি ব্যবহারকারীদের জন্য লেনদেনের একটি সীমা বেঁধে দিতে পারেন। ওই সীমার মধ্যে কোনও অনুমোদনের ছাড়াই লেনদের করা যাবে।