চীনের উপর অতিরিক্ত শুল্ক, ট্রাম্পের চালে ভারত থেকে সস্তায় iPhone সহ ল্যাপটপ যাচ্ছে আমেরিকায়

সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ট্যারিফ নীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছেন। এর ফলে ভারত ও ভিয়েতনাম থেকে রফতানি হওয়া স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ ও অন্যান্য ইলেকট্রনিক প্রোডাক্টের ওপর ২০ শতাংশ পর্যন্ত ট্যারিফ সুবিধা মিলবে। মার্কিন প্রশাসনের এই সিদ্ধান্ত বিশ্ববাজারে ভারসাম্য আনতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।
চীনের উপর অতিরিক্ত ২০ শতাংশ শুল্ক
ইন্ডিয়া সেলুলার অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যাসোসিয়েশন (ICEA) জানিয়েছে, আমেরিকা সম্প্রতি যেসব ইলেকট্রনিক প্রোডাক্টের ওপর অতিরিক্ত আমদানি শুল্ক আরোপ করেছিল, তার থেকে ভারত ও ভিয়েতনামকে ছাড় দিয়েছে। যদিও চীনকে অতিরিক্ত ২০ শতাংশ শুল্ক দিতে হবে, যার ফলে ভারত ও ভিয়েতনাম থেকে রফতানি হওয়া প্রোডাক্ট তুলনামূলকভাবে সস্তা হবে।
ভারত থেকে আমদানি বাড়বে
ICEA-র চেয়ারম্যান পঙ্কজ মোহিন্দ্রুর মতে, অ্যাপল, ফক্সকন, ডিক্সনের মতো সংস্থাগুলি ভারত থেকে রফতানি আরও বাড়াতে পারে। ভারতের আইফোন তৈরির ফ্যাক্টরিগুলিতে ইতিমধ্যেই বিপুল কর্মসংস্থানের সৃষ্টি করছে। এই সুবিধার ফলে প্রোডাকশন আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
রিপোর্ট অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে ভারত থেকে মোবাইল ফোন রফতানির পরিমাণ ২ লক্ষ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। এর মধ্যে আইফোনের অবদান থাকতে পারে ১.৫ লক্ষ কোটি টাকা। গত বছর এই রফতানির পরিমাণ ছিল ১.২৯ লক্ষ কোটি টাকা।