সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ট্যারিফ নীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছেন। এর ফলে ভারত ও ভিয়েতনাম থেকে রফতানি হওয়া স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ ও অন্যান্য ইলেকট্রনিক প্রোডাক্টের ওপর ২০ শতাংশ পর্যন্ত ট্যারিফ সুবিধা মিলবে। মার্কিন প্রশাসনের এই সিদ্ধান্ত বিশ্ববাজারে ভারসাম্য আনতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।
ইন্ডিয়া সেলুলার অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যাসোসিয়েশন (ICEA) জানিয়েছে, আমেরিকা সম্প্রতি যেসব ইলেকট্রনিক প্রোডাক্টের ওপর অতিরিক্ত আমদানি শুল্ক আরোপ করেছিল, তার থেকে ভারত ও ভিয়েতনামকে ছাড় দিয়েছে। যদিও চীনকে অতিরিক্ত ২০ শতাংশ শুল্ক দিতে হবে, যার ফলে ভারত ও ভিয়েতনাম থেকে রফতানি হওয়া প্রোডাক্ট তুলনামূলকভাবে সস্তা হবে।
ICEA-র চেয়ারম্যান পঙ্কজ মোহিন্দ্রুর মতে, অ্যাপল, ফক্সকন, ডিক্সনের মতো সংস্থাগুলি ভারত থেকে রফতানি আরও বাড়াতে পারে। ভারতের আইফোন তৈরির ফ্যাক্টরিগুলিতে ইতিমধ্যেই বিপুল কর্মসংস্থানের সৃষ্টি করছে। এই সুবিধার ফলে প্রোডাকশন আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
রিপোর্ট অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে ভারত থেকে মোবাইল ফোন রফতানির পরিমাণ ২ লক্ষ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। এর মধ্যে আইফোনের অবদান থাকতে পারে ১.৫ লক্ষ কোটি টাকা। গত বছর এই রফতানির পরিমাণ ছিল ১.২৯ লক্ষ কোটি টাকা।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.